ক্রিকেটখেলা

স্কুলের হয়ে দ্রাবিড় পুত্র সমিত করলেন ২০৪ রান, ইনিংসে ৩৩ টি চার

Advertisement

ভারতের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের পুত্র সমিত দ্রাবিড় দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দুটি দ্বিশতরান করে ফেললেন। বিটিআর শিল্ড অনূর্ধ্ব-১৪ প্রথম গ্রুপের দ্বিতীয় বিভাগে মাল্যা অদিতি ইন্টারন্যাশনাল স্কুলের হয়ে খেলে সমিত ২০৪ রানের ইনিংস খেলেন। তার অসাধারণ ইনিংসে ৩৩ টি চার অন্তর্ভুক্ত ছিল।

দ্রাবিড় পুত্রের এই অসাধারণ ইনিংসের দৌলতে মাল্যা অদিতি ইন্টারন্যাশনাল স্কুল ৩ উইকেটের বিনিময়ে মোট ৩৭৭ রান তুলতে সক্ষম হয়। ব্যাট দিয়ে দুর্দান্ত প্রদর্শনের পরে, সমিত বল হাতেও জ্বলে উঠে এবং দুটি উইকেট সংগ্রহ করেন। বিপক্ষ দল শ্রী কুমারকে মাত্র ১১০ রানে অলআউট করে ২৬৭ রানের বড় ব্যবধানে হারায় দ্রাবিড় পুত্রের দল।

আরও পড়ুন : বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে দিনরাতের টেস্ট খেলবে ভারত-ইংল্যান্ড

সমিত জুনিয়র ক্রিকেটে তার বাবার পদক্ষেপ অনুসরণ করার লক্ষণ দেখিয়েছে এবং শিগগিরই পরবর্তী স্তরে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি ইতিমধ্যে জুনিয়র স্তরের তারকা এবং তিনি বিভিন্ন অনুষ্ঠানে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। দ্রাবিড় পুত্র ২০০৫ সালে জন্মগ্রহণ করেছে, তার বয়স এখন সবেমাত্র ১৪ বছর এবং সিনিয়র স্তরে পৌঁছাতে তার কিছু সময় প্রয়োজন।

Related Articles

Back to top button