দক্ষিণবঙ্গের দুই জেলায় বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে আগেই জানান হয়েছিল, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর , পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাগুলিতে হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে কলকাতাতেও হতে পারে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস মতো নদিয়া ও পশ্চিম বর্ধমান জেলা দুটিতে হতে পারে বৃষ্টি। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চাইতে ১ ডিগ্রি বেশি। গত শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, এদিন তা আরও পাঁচ ডিগ্রি বেড়ে গিয়েছে। আজ কলকাতায় বাতাসে আদ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৬ শতাংশ এবং সর্বোচ্চ ৯৩ শতাংশ। তবে হাওয়া অফিসের পূর্বাভাস মতো ক্রমেই তাপমাত্রা বাড়ছে শহর কলকাতার।
হাওয়া অফিস সূত্রে আরও জানা গিয়েছে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া যার গতিবেগ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি। এছাড়া পাহাড়ে হতে পারে বজ্র-বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি।