দক্ষিণবঙ্গের ৪ জেলাতে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই চার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

এছাড়া উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহতেও বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া বইবে। কয়েকদিন আগে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে কলকাতা সহ রাজ্যের বিভান জেলাতে সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে। ফের আবার কালবৈশাখীর সম্ভাবনা।

এখনও সেই ঝড়ের রেশ কাটিয়ে উঠতে পারেনি কলকাতা সহ জেলাগুলি। অনেক জেলা ও কলকাতায় বিদ্যুৎ সংযোগ ঠিক মতো হয়নি। জলের পরিষেবা ও অনেক জায়গাতে আসেনি।














