কুনাল ঘোষের বাড়িতে রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপি নেতা?
কুনাল ঘোষের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় দেখা-সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে
রাজ্য রাজনীতিতে আরো একটি চাঞ্চল্যকর ঘটনা। এবারে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতায় কুণাল ঘোষের বাড়িতে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় তার সাথে সাক্ষাৎ করেছেন বলে খবর। সাক্ষাত করে বেরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেছেন এটি ছিল শুধুমাত্র একটি সাজানো সাক্ষাৎকার এবং এর সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই।
কুনাল ঘোষ এরকম কথাই বলেছেন এবং জানিয়েছেন তিনি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তার একজন আত্মীয় উত্তর কলকাতায় অসুস্থ রয়েছেন বলে তিনি তার সাথে দেখা করতে এসেছিলেন। কুনাল ঘোষের বাড়ির পাশে সেই আত্মীয়র বাড়ি থাকার কারণে একবার কুণাল ঘোষের সঙ্গে দেখা করে যেতে চেয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুকুল রায় প্রসঙ্গে তিনি বলেন, মুকুল রায়ের সিদ্ধান্ত অত্যন্ত তার ব্যক্তিগত।
কিন্তু কিছুদিন আগেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে একটি ফেসবুক পোস্ট করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এই পোস্টে রাজীব বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, সমালোচনা তো অনেক হলো। মানুষের দ্বারা নির্বাচিত সরকারের ভুল ত্রুটি না দেখে নিজেদের কাজে ব্যস্ত থাকার কথা বিজেপি কমিটির উদ্দেশ্যে করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরেই রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়। মুকুল রায় তৃণমূলে যোগদানের পর থেকেই জল্পনা ওঠে মুকুলের অত্যন্ত ঘনিষ্ঠ পাত্র রাজীব বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই তৃণমূলে যোগদান করতে চলেছেন।
কিন্তু আজকের সাংবাদিকদের কাছে রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে দিয়ে জানালেন তিনি এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে আছেন। এই মুহূর্তে তার দল বদল এর কোনো আশঙ্কা নেই। তবে তিনি কুণাল ঘোষের সঙ্গে কেন দেখা করলেন? এই প্রশ্নের উত্তরে শুধুমাত্র সৌজন্য সাক্ষাতকার বললেও জল্পনার গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল।