রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আর ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দলবদল এর পালা। কিছুদিন আগেই তৃণমূল থেকে দলবদল করে বিজেপিতে গেলেন পূর্ব মেদিনীপুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। তার যোগদানের পরেই মনে হচ্ছিল আরও অনেকে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করতে চলেছেন। দিন কয়েক আগে থেকে বেসুরো হতে শুরু করেন হাওড়ার ডোমজুড়ে বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। তারপর তিনি পদত্যাগ করেন বন মন্ত্রীর পদ থেকে। জল্পনা চলছিল কিছুদিনের মধ্যেই তিনি যোগ দিতে চলেছেন বিজেপিতে। দিন কয়েক আগে তার ইস্তফাপত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে পাঠিয়ে দিয়ে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন তিনি। আর এদিন তিনি যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে।
তবে শুধু একা রাজীব বন্দ্যোপাধ্যায় নন, তার সাথে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya), প্রবীর ঘোষাল (Prabir Ghoshal), রথীন চক্রবর্তী, এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করার পরে রাজীব বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন। সাথেই, বার্তা দিলেন, কাল ডুমুর জলার সভা থেকে আরো অনেকে বিজেপিতে যোগদান করতে চলেছেন। তিনি বললেন, কেন্দ্র এবং রাজ্য বিবাদে উন্নয়ন ব্যাহত হয়েছে। বাংলা উন্নয়নের স্বার্থে অমিত শাহের সঙ্গে আলোচনা করা হয়েছে।
তিনি ঘোষণা করলেন, বাংলার জন্য অতিরিক্ত আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজিব বললেন,”অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিলাম। এবারে বিজেপির হয়ে পাখির চোখ বাংলা।”এদিন চার্টার্ড ফ্লাইটে করে দিল্লিতে পৌঁছালেন রাজীব বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে। কৈলাস বিজয়বর্গীয় (Kailas Vijayvargiya), এবং মুকুল রায় (Mukul Roy) এর সঙ্গে দিল্লি পৌঁছালেন রাজিব, বৈশালী, রুদ্রনীল, প্রবীর এবং রথীন। সেখানে গিয়ে অমিত শাহের বাড়িতে তার সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। সাথে ছিলেন রানাঘাটের পার্থসারথি চট্টোপাধ্যায়।
জানা যাচ্ছে অমিতের সঙ্গে সাক্ষাতের পর রাতের মধ্যেই তারা আবার কলকাতা ফিরতে চলেছেন। আগামীকাল হাওড়া ডুমুরজলা এলাকায় হতে চলেছে সেই বহু প্রতীক্ষিত জনসভা। সেই সভায় ভার্চুয়ালি উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখন এটাই দেখার, আগামীকালের সভা থেকে আর কে কে বিজেপিতে যোগদান করতে চলেছেন।
The music world is mourning the loss of Camryn Magness, the gifted pop singer who…
Singer Camryn Magness, who rose to early fame opening for global acts like One Direction,…
Kimora Lee Simmons is opening up about her family life and the realities of parenting…
The highly anticipated Kobe 6 Jalen Brunson “Statue of Liberty” officially drops today, December 11,…
The Bank of America Chicago Marathon has set a historic milestone, raising an unprecedented $47.1…
GTA Online has officially released A Safehouse in the Hills, one of its most luxurious…