নিউজপলিটিক্সরাজ্য

দল ছাড়তেই জুতোর মালা পরিয়ে দেওয়া হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে, ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়

ডোমজুড়ের বিধানসভা ক্ষেত্রে বাঁকরা ৩ নম্বর পঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটে

Advertisement

একুশে নির্বাচনের প্রাক্কালে দলবদল ইস্যু শাসকদলকে বারংবার অস্বস্তিতে ফেলছে। এরই মধ্যে গতকাল মন্ত্রিত্ব পদ ছাড়ার এক সপ্তাহের মধ্যেই ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) সকাল নাগাদ বিধানসভায় গিয়ে তার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তারপর কিছু ঘন্টা যেতে না যেতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়কে চিঠি দিয়ে তৃণমূলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে পদত্যাগ করেন। অবশ্য দল ছাড়তেই আঞ্চলিক নেতাদের তার বিরুদ্ধে ক্ষোভ এর ছবি সামনে এল। গতকাল তৃণমূল ছাড়ার পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরিয়ে ডোমজুড় বিধানসভা ক্ষেত্রের বাঁকরা তিন নম্বর পঞ্চায়েতে স্থানীয় তৃণমুল নেতাকর্মীরা বিক্ষোভ দেখায়।

গতকাল থেকেই সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে যে কয়েকজন তৃণমূল কর্মী রাজীব বন্দ্যোপাধ্যায় ছবিতে ও হোডিং এ জুতোর মালা পরিয়ে ছিলেন এবং তাদের জুতো দিয়ে মারছেন। এছাড়াও আশেপাশে অনেক ব্যক্তি সেই কাজকে উৎসাহিত করছে। জুতার মালা পরিয়ে তার ছবিতে জুতাপেটার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পর চিঠিতে লিখেছিলেন, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে পদত্যাগ করলাম। দল সুযোগ দেয়ার জন্য আমি কৃতজ্ঞ।” এছাড়াও তিনি জল্পনা উস্কে ইঙ্গিত দিয়েছিলেন, “রাজনৈতিক দল ছাড়া বৃহত্তর উদ্দেশ্যে মানুষের জন্য কাজ করা যায় না।”

প্রসঙ্গত, বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞদের সবার একই মত ছিল যে রাজীব বন্দ্যোপাধ্যায় আগামীকাল অমিত শাহের হাত ধরে ডোমজুড়ের খেলার মাঠে বিজেপিতে যোগদান করবেন। কিন্তু আজ হঠাৎই জাতীয় নিরাপত্তার স্বার্থে অমিত শাহের বাংলা সফর বাতিল করা হয়। কিন্তু তাতে আটকে যায় নি রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করা। অমিত শাহের পাঠানো বিশেষ বিমানে চড়ে দিল্লিতে পৌঁছে গিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আর রাজীব বন্দ্যোপাধ্যায়ের গেরুয়া শিবিরে যোগদান করা শুধুমাত্র কিছুটা সময় অপেক্ষা।

Related Articles

Back to top button