বিধায়ক পদ ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায়, এবার কি তাহলে অমিত শাহের হাত ধরেই বিজেপিতে তিনি?
আজ শুক্রবার দুপুর ১ টা নাগাদ বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন ডোমজুড়ে বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)
সম্প্রতি বঙ্গ রাজনীতিতে দলবদল ইস্যু রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন ধরেই বনমন্ত্রী তথা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) এর সাথে দূরত্ব বাড়ছিল শাসকদলের। কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে একপ্রকার তিনি ইঙ্গিত দিয়েছিলেন খুব তাড়াতাড়ি তিনি দল ছাড়তে পারেন। তারপর তিনি গত শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিয়ে মন্ত্রিত্বপদ থেকে ইস্তফা দিয়েছিলেন। যদিও তিনি চিঠিতে তার ইস্তফা দেওয়ার কোন কারণ ব্যাখ্যা করেননি। তবে তিনি জানিয়েছিলেন, “ন্যায় ও নিষ্ঠার সাথে রাজ্যের মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্ববোধ করছি। সেইসাথে সুযোগ দেওয়ার জন্য শাসকদলের প্রতি কৃতজ্ঞ থাকব আমি।” তবে আজ অর্থাৎ শুক্রবার ঠিক আগের ঘটনার এক সপ্তাহ পরে তিনি আজকে তৃণমূলের বিধায়ক পদ ছাড়তে চলেছেন। আজ দুপুর ১ টা নাগাদ বিধানসভায় পৌঁছে তিনি বিধায়ক পদ ছাড়ার কথা জানিয়েছেন।
আসলে দীর্ঘদিন ধরেই শাসকদলের সাথে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে চিড় ধরেছে। বারংবার ডোমজুড়ের বিধায়ক শাসকদলের বিরুদ্ধে গলায় সুর তুলেছেন। এছাড়া গত শুক্রবার রাজীব বন্দ্যোপাধ্যায় চিঠি লিখে তার মন্ত্রিত্ব পদ ছাড়ার ঘোষণা করে দিয়েছিলেন। তিনি মন্ত্রিত্ব পদ ছেড়ে রাজ্যপালের সাথে দেখা করার পর কান্নায় ভেঙ্গে পড়ে বলেছিলেন, “আমি কখনো ভাবি নি জীবনে এই দিনটা আসবে। খুব কষ্ট হচ্ছে। তবে আমি আজীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। যদিও দিদির কয়েকটি আচরণে আমার মনে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। এই ক্ষত আড়াই বছরের পুরনো। তাই রোজ এটি আমাকে ভেতরে কুরে কুরে খাচ্ছিল।”
রাজীব বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দেয়ার পর বঙ্গ রাজনীতিতে শোরগোল পড়ে যায়। বঙ্গ রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করতে শুরু করলেন যে এবার রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু সবকিছুর মাঝে ছিল একটাই কথা যে এখনো রাজীব বন্দ্যোপাধ্যায় তার বিধায়ক পদ থেকে ইস্তফা দেয়নি। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আজ বিধানসভার স্পিকারের হাতে তুলে দেন তিনি। অন্যদিকে, তৃণমূল থেকে বহিস্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করবেন ৩১ জানুয়ারি। এরই মাঝে গতকাল বিজেপি সহ-সভাপতি মুকুল রায় ও বিজেপিতে যোগ দেয়ার শুভেন্দু অধিকারী জল্পনা উস্কে বলেছিলেন, “এবার রাজীব বন্দ্যোপাধ্যায় বা প্রবীর ঘোষাল কি করেন সেটাই দেখার।” এবার রাজীব বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দেয়ার মাধ্যমে একপ্রকার নিশ্চিত করে দিলেন যে তিনি হয়তো আগামী দিনে অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে পদার্পন করবেন।