কৌশিক পোল্ল্যে: বলিউড আর বিতর্ক এই দুটি বিশেষন যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। কাজেই ঝলমলে লাইমলাইটের সামনে যেমন সাফল্যের দরজা চিকমিক করে ওঠে, তেমনই সেটা অর্জন করতে অনেক সময়ই একটি কালো ইতিহাস পার করে আসতে হয় নবাগত ও সংঘর্ষী অভিনেতাদের।
কাপুর বংশের সঙ্গে হিন্দি ছবির অন্তরঙ্গতার সম্পর্ক কাজেই রনবীর কাপুরের বলিউড ছবির যাত্রা তথাকথিত ততটা সংঘর্ষপূর্ন হয়নি, অন্যদিকে নেপোটিজমের বিরুদ্ধে নিজমত বারংবার প্রকাশ করে বিভিন্ন সামাজিক ছবি নির্মান করলেও বলিউডি ফেম পাননি কঙ্গনা রানাওয়াত। সে নিয়ে অবশ্য আফশোস করেন না এই সাহসী অভিনেত্রী।
সম্প্রতি ‘পিঙ্কভিলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা পুরোনো দিনের বহু স্মৃতির রেশ টেনে আনলেন। তিনি জানান, “ছবিতে চরিত্রের সঙ্গে আমি কখনই কম্প্রোমাইজ করিনি। কাপুরবংশ সমেত গোটা বলিউড আমার সঙ্গে চিরশত্রুতা করলেও, একদিন রনবীর কাপুর নিজে থেকেই আমার বাড়িতে আসেন এবং আমায় একটি অফার দেন। আমি চমকে যাই, রনবীর আমাকে তার ছবি ‘সঞ্জু’র জন্য একটি চরিত্র অফার করেন কিন্তু সেটি আমার পছন্দ না হওয়ায় তৎক্ষনাৎ ফিরিয়ে দি।”
বলাইবাহুল্য এটিই রনবীরের ক্যামব্যাক হিট প্রমানিত হয়। সঞ্জয় দত্তের এই বায়োপিক ছ’শো কোটির ব্যবসা করে। কিন্তু যশ রাজ ফিল্মসের দরজা চিরতরে কঙ্গনার জন্য বন্ধ হয়ে যায়। আজও রনবীরের বিশেষ বান্ধবী আলিয়ার সঙ্গে কঙ্গনার সম্পর্ক আদায়-কাঁচকলায়। নিজগুনে সকলকে ভুল প্রমানিত করে কঙ্গনা দেশের সর্বকনিষ্ঠ শিল্পী হিসেবে ‘পদ্মশ্রী’ পুরষ্কারে সম্মানিত হন।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside