Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রেশন বিতরণের নিয়মে বড় পরিবর্তন, এবার থেকে দু’বার করে দিতে হবে আঙ্গুলের ছাপ, জানুন কেনো

Updated :  Friday, October 21, 2022 11:15 AM

যদি আপনার কাছে রেশন কার্ড থাকে এবং আপনি সরকারি রেশন যোজনার সুবিধা নিয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা বড় খবর। সার্বজনীন বিতরণ প্রণালী অনুযায়ী, ভারত সরকারের তরফ থেকে রেশন বিতরণের নিয়মে বড় পরিবর্তন নিয়ে আসা হয়েছে। এতদিন পর্যন্ত যারা রেশন ব্যবস্থা সুবিধা গ্রহণ করতেন তাদের একবার আঙুলের ছাপ দিতে হতো, তবে এবার থেকে একবারের পরিবর্তে দুইবার দিতে হবে আঙ্গুলের ছাপ। পুরো ভারতের জন্য এই নিয়ম না কার্যকরী হলেও আপাতত মধ্যপ্রদেশের জন্য এই নতুন নিয়ম কার্যকর হতে শুরু করেছে।

আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকার এবং মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে গরিবের রেখার নিচে থাকা মানুষদের জন্য নানা রকম সুযোগ-সুবিধা নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং মধ্যপ্রদেশ সরকার, এই সমস্ত মানুষদের জীবনকে সচল রাখার জন্য ৫-৫ কিলো করে রেশনের সামগ্রী দিয়ে থাকে। তাই যদি আপনি মধ্যপ্রদেশের রেশন ব্যবস্থার এই নিয়ম অনুযায়ী রেশন গ্রহণ করতে চান তাহলে আপনাকে দুইবার আঙুলের ছাপ দিতে হচ্ছে। প্রথমবার কেন্দ্রীয় সরকারের জন্য এবং দ্বিতীয়বার মধ্যপ্রদেশের রাজ্য সরকারের জন্য। আপাতত সার্বজনীন বিতরণ প্রণালীর মাধ্যমে রেশন নেওয়ার জন্য লাভার্থীদের একবার আঙুলের ছাপ দিতে হচ্ছে। তবে অক্টোবর মাস থেকে এই ব্যবস্থায় বদল আসবে। এবার থেকে আপনাদের আঙ্গুলের ছাপ দিতে হবে দুবার করে।

কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফ থেকে আলাদা আলাদাভাবে রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই কারণেই যারা এই পদ্ধতিতে রেশন নিতে চাইছেন তাদেরকে দুবার করে আঙ্গুলের ছাপ দিতে হচ্ছে। মধ্যপ্রদেশ সরকারের দ্বারা চালু করা এই নতুন নিয়মটি প্রত্যেকটি জেলায় লাগু করার কাজ শুরু করা হয়েছে। তবে এই নতুন নিয়ম জারি হবার পরে যারা রেশন দোকান চালাচ্ছেন তাদের জন্য বিষয়টি হয়ে উঠেছে সমস্যার। এবার থেকে তাদেরকে দুবার করে আঙ্গুলের ছাপ নিতে হচ্ছে এবং এর ফলে সময় লাগছে বেশি। তবে সরকারের তরফ থেকে জানানো হচ্ছে, রেশন বন্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্যই এই দুবার করে আঙুলের ছাপ দেওয়ার নিয়ম চালু করেছে মধ্যপ্রদেশ সরকার।