খেলাক্রিকেট

IND Vs AUS: জাদেজার বিরুদ্ধে উঠলো বল টেম্পারিংয়ের অভিযোগ! বড় সিদ্ধান্ত নিলেন ম্যাচ আম্পায়ার

ঘটনাটি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কানে যেতেই তিনি অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের সদস্যদের জরুরী ভাবে তলব করেন।

Advertisement

গতকাল থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিকেট প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল। নাগপুরের সবুজ গ্রাউন্ডে অস্ট্রেলিয়াকে একপ্রকার নাস্তানাবুদ করে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইতিমধ্যে অনেকটাই এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে বোলিং করতে নেমে ভারতীয় স্পিনাররা রীতিমতো নাকে দড়ি দিয়ে নাচিয়েছেন ডেভিড ওয়ার্নারদের। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার মিলিত ধ্বংসাত্মক ইনিংসে ১৭৭ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে।

এদিকে নাগপুরের সবুজ গ্রাউন্ডে খেলতে নামার পূর্বে পিচ নিয়ে প্রশ্ন তোলে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। তাদের দাবি, ম্যাচে ভারতকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য পিচ নির্মাতারা এই ধরনের পিচ নির্মাণ করেছেন। যদিও ভারতের প্রথম ইনিংসে রোহিত শর্মার দাপুটে ব্যাটিং অস্ট্রেলিয়ার সেই সন্দেহ ভাঙ্গিয়ে দিয়েছে। এরপর একটি DRS নিয়েও সরব হন টিম অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। তবে খেলা চলাকালীন সময় তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ অস্ট্রিলিয়া ক্রিকেট বোর্ডের সামনে রেখেছে প্রযুক্তি।

তবে টিম ইন্ডিয়াকে থামিয়ে রাখতে আরও একটি অভিযোগ এনেছে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার। তাদের অভিযোগ, ম্যাচের সেরা বোলার রবীন্দ্র জাদেজা বল টেম্পারিং করেছেন। এই মর্মে একটি ভিডিও ফুটেজ রীতিমতো ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেছে, মোহাম্মদ সিরাজের নিকট থেকে কোন কিছু নিয়ে নিজের আঙ্গুলে লাগাচ্ছেন রবীন্দ্র জাদেজা। আর এই বিষয়টি ক্যামেরা বন্দী হতেই বিভিন্ন মাধ্যম থেকে প্রশ্ন ওঠা শুরু করেছে।

ঘটনাটি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কানে যেতেই তিনি অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের সদস্যদের জরুরী ভাবে তলব করেন। পাশাপাশি এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানতে চান তিনি। ভারতীয় দলের তরফ থেকে বলা হয়েছে, অধিক ওভার বোলিং করার দরুন রবীন্দ্র জাদেজা তার আঙ্গুলে ব্যথা অনুভব করেন। আর সেই জন্য মোহাম্মদ সিরাজের নিকট থেকে ব্যাথা উপশম মালিশ নিয়ে আঙ্গুলে লাগান তিনি। ফলশ্রুতিতে, টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তোলা সব প্রশ্নের উত্তর দিতে কোন রকম অসুবিধা হয়নি টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ১৭৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দিন শেষে ভারত এক উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করেছে।

Related Articles

Back to top button