Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

MS Dhoni: অধিনায়কত্ব ছাড়লেন রবীন্দ্র জাদেজা, ধোনির ঘাড়ে চাপল নেতৃত্ব

Updated :  Sunday, May 1, 2022 10:30 AM

বিরাট পরিবর্তন ঘটল চেন্নাই সুপার কিংস শিবিরে। হঠাৎই নেতৃত্ব ছাড়লেন চেন্নাই এর নতুন অধিনায়ক রবীন্দ্র জাদেজা। আইপিএলের মেগা আসর শুরু হওয়ার দুই দিন পূর্বে দলের নেতৃত্ব জাদেজার হাতে তুলে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাদেজার হাত ধরে আইপিএলে যাত্রা শুরু করে চেন্নাই সুপার কিংস। অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকে না নিজে খেলতে পারছিলেন, না দলকে সাফল্য দিতে পারছিলেন। শেষ পর্যন্ত সেই গুরু দায়িত্ব নিজে থেকেই ছেড়ে দিলেন রবীন্দ্র জাদেজা। দলের দায়িত্ব তিনি ফের তুলে দিলেন মহেন্দ্র সিং ধোনির হাতেই।

চলতি আইপিএলে রবীন্দ্র জাদেজার নেতৃত্বে এখনো পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। যেখানে ছয় ম্যাচে অধিনায়ক হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন রবীন্দ্র জাদেজা। বর্তমানে ৪ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস।

এমত অবস্থায় চেন্নাইয়ের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপর ভরসা রাখলেন জাদেজা। চাপমুক্ত ভাবে খেলায় মনোনিবেশ করতে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এমনটাই সূত্রের খবর। অর্থাৎ আগামী ম্যাচ থেকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।