৫০০০ কোটি টাকা ঋণ মুকুব, ইয়েস ব্যাংক বাঁচাতে এগিয়ে এলো RBI
ইয়েস ব্যাংক কে বাঁচাতে এগিয়ে এলো রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকের তরফে ইয়েস ব্যাংককে এই পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য ৫০০০ কোটি টাকার সাহায্য করা হতে পারে। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন জানিয়েছেন ইয়েস ব্যাংকের কর্মীদের এক বছরের বেতন নিয়ে কোনো চিন্তা করতে হবেনা। ইয়েস ব্যাংকের এই পরিস্থিতিতে কর্মীদের চাকরি নিয়ে কোনো সঙ্কট যে নেই তা পরিষ্কার ভাবেই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
ইয়েস ব্যাংককে সাহায্য করার জন্য এসবিআই জানিয়েছে তারা ইয়েস ব্যাংকের ২৬-৪৯% শেয়ার কিনবে। এর জন্য তারা ২৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলেও জানিয়েছে। আজ এসবিআই এর ম্যানেজিং ডিরেক্টর রজনীশ কুমার জানিয়েছেন, ‘এসবিআই ইয়েস ব্যাঙ্কের ২৬-৪৯ শতাংশ শেয়ার কেনার কথা ভাবছে।’ ৪৯% শেয়ার কিনলে তা কিনতে হবে তিন বছরের জন্য, এই শর্ত রিজার্ভ ব্যাংক এসবিআইকে দিয়েছে।
আরও পড়ুন : ইয়েস ব্যাংকের সঙ্কট কাটাতে উদ্যোগী সরকার, প্রতিষ্ঠাতার বাড়িতে ইডি তল্লাশি
তবে এসবিআই এর সাথে ইয়েস ব্যাংকের সংযুক্তিকরণের যে খবর শোনা যাচ্ছিল, তা ভিত্তিহীন বলেও জানিয়েছেন রজনীশ কুমার। তিনি বলেছেন, শুধুমাত্র অংশীদারিত্ব কেনা হচ্ছে। এদিকে ইয়েস ব্যাংকের কর্ণধার রানা কাপুরের বাড়িতে আজ ইডি অভিযান চালায়। রানা কাপুরের বিরুদ্ধে ইয়েস ব্যাংকের টাকা সরানোর অভিযোগ আসছিল, সেইজন্যেই আজ এই অভিযান চালানো হয় বলে জানা গেছে ইডির তরফে।