বিরাট কোহলির ৫২ বলে ৯০ চেন্নাই সুপার কিংসের বোলারদের বিপাকে ফেলেছিল। উল্টোদিকে ক্রিস মরিসের ৪ ওভারে ১৮-৩, নভদীপ সাইনির ৪ ওভারে ১৮, ওয়াসিংটন সুন্দরের ৩ ওভারে ১৬-২ এরকম কিছু আঁটোসাঁটো বোলিং সামলাতে ব্যর্থ চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা। দুরন্ত পারফরম্যান্সের সুবাদে এই ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ৬ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে বর্তমানে তারা চতুর্থ স্থানে রয়েছে।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৯-৪ করে আরসিবি। এই রানের মূল কারিগর বিরাট কোহলি। তিনি একাই করেন ৫২ বলে অপরাজিত ৯০ রান। একটা সময় ১০.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে মাত্র ৬৭ রান সংগ্রহ করে বিরাট ব্রিগেড। শেষ ৫৫ বলে তারা করে ১০২ রান। স্যাম কারানের ১৭ তম ওভারে আসে ২৪ রান। বিরাট ছাড়া দেবদূত পাড়িক্কল ৩৩ এবং ১৪ বলে অপরাজিত ২২ রান করেন শিবম দূবে। চেন্নাই সুপার কিংস-এর বোলারদের মধ্যে একমাত্র ভালো বল করেন দীপক চাহার। ৩ ওভারে ১০ রান দিয়ে অ্যারন ফিঞ্চের উইকেট সংগ্রহ করেন তিনি।
১৭০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে কখনোই সিএসকে ব্যাটসম্যানরা দাপট দেখাতে পারেনি। প্রথম ৬ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে মাত্র ২৬ রান করতে সক্ষম হয় তারা। তিন নম্বরে ব্যাট করতে নেমে আম্বাতি রায়ডু ৪২ রান করলেও ৪০ বল খেলেন। তরুণ জগদীশনের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৩ রান। আইপিএলের প্রথম ম্যাচে তার সাহসী ব্যাটিং মুগ্ধ করেছে অনেককেই। এছাড়া বাকীরা সবাই ব্যর্থ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সফল বোলার ক্রিস মরিস। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন তিনি। ৩ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। নভদীপ সাইনি কোনো উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৮ রান দেন। ম্যাচের সেরা বিরাট কোহলি।