২ উইকেটে আইপিএল ২০২১ এর প্রথম ম্যাচ জিতল ব্যাঙ্গালোর। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) আইপিএল ২০২১ এর উদ্বোধনী খেলায় মুখোমুখি প্রথম ম্যাচে জয়লাভ করলো বিরাট এন্ড কোং। নির্ধারিত ২০ ওভারের ১৫৯ রান করে মুম্বাই। ব্যাঙ্গালোরের এই জয়ের কৃতিত্ব বেশিভাগটাই যায় হর্ষল প্যাটেলের কাঁধে, যিনি মুম্বাইয়ের বিরুদ্ধে ৫ টি উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন।
প্রথমে ব্যাটিং এ নেমে মুম্বাই ওপেনার রোহিত শর্মা ১৫ বলে ১৯ রান করেন। ৩.৬ ওভারে বিরাট কোহলির দ্বারা রান আউট হন হিটম্যান। এরপর দলের ৯৪ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে। ২৩ বলে ৩১ রান করে কাইল জেমিসনের বলে ক্যাচ আউট হন তিনি। এদিকে ক্রিস লিন ১ রানের জন্য অর্ধশতরান মিস করেন। ৪৯ রানে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন তিনি। ইশান কিশান(২৮) ও হার্দিক পান্ডিয়া(১৩) উভয়ই হর্ষল প্যাটেলের বলে LBW হন। কায়রন পোলার্ড ৯ বলে ৭, ক্রুনাল পান্ডিয়া ৭ বলে ৭ রান করে হর্ষল প্যাটেলের দ্বারা আউট হন। হর্ষল প্যাটেল ব্যাঙ্গালোরের হয়ে বোলিং বিভাগে ঝড় তোলেন। ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৫টি উইকেট তোলেন তিনি। ১৪ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো বোলার মুম্বাইয়ের বিরুদ্ধে ৫ উইকেট নিল। কাইল জেমিসন ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট পান।
ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করেন বিরাট কোহলি ও ওয়াশিংটন সুন্দর। সুন্দর ১৬ বলে ১০ রান করে ফিরে যান। ৩৬ রানে ১ম উইকেট হারানোর পর ৪৬ রানে ২য় উইকেটের পতন ঘটে। মাত্র ৮ রান করে ফেরেন রাজত পাতিদার। ৩৩ রানে বুমরাহর বলে LBW হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় বিরাটকে। ১০৬ রানে ৫টি উইকেট হারায় আরসিবি। ম্যাক্সওয়েল করেন ৩৯ রান। আহমেদ ও ক্রিশ্চিয়ান উভয়ই মাত্র ১ রান সংগ্রহ করতে পারেন। তবে ডিভিলিয়ার্স ক্রিজে থেকে আরসিবির জেতার আশা অব্যাহত রাখেন। ২৭ বলে দ্রুত ৪৮ রানের দ্রুত ইনিংস খেললেও, ম্যাচ জয়ের থেকে মাত্র ২ রান পিছিয়ে থাকাকালীন ক্রুনাল পান্ডিয়ার দ্বারা রান আউট হন তিনি। অবশেষে সিরাজ ও হর্ষল ক্রিজে থাকাকালীন আরসিবি ম্যাচটি যেতে।
মুম্বাইয়ের হয়ে জসপ্রীত বুমরাহ ও মারকো জান্সেন ২টি করে উইকেট নেন। ট্রেন্ট বোল্ট ও ক্রুনাল পান্ডিয়া ১টি করে উইকেট পান। এই হাড্ডাহাড্ডি ম্যাচে জয়লাভ করে টুরনামেন্টের শুরুটা দুর্দান্তভাবে করলো আরসিবি।