Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১৪০ কেজি ওজনের বাইক মাথায় নিয়ে উঠছে বাসের মাথায়, ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, January 26, 2021 1:28 PM

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আবার একটি অবাক হওয়া ভাইরাল ভিডিও ঘোরাফেরা করছে। ভিডিওতে দেখা যায় একটি ব্যক্তি ১৪০ কেজি ওজনের একটি মোটরসাইকেল মাথার উপর তুলে নিয়েছে অনায়াসে এবং শুধু তাই নয় সেই মোটরসাইকেল মাথায় নিয়ে বাসের মাথায় সিঁড়ি দিয়ে উঠে চলেছেন। তার মোটরসাইকেল নিয়ে বাসের ছাদে উঠে যাওয়ার প্রধান উদ্দেশ্য ছিল এক যাত্রীর মোটরসাইকেল বাসের ছাদে তুলে রাখা। কিন্তু ব্যক্তিটির বিশাল শক্তির পরিচয় পাওয়া যায় ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা অবাক হয়ে যায়।

নেট দুনিয়ার দর্শকরা ভিডিওটি দেখার পর সত্যিই অবাক হয়ে উঠেছে। অনেক দর্শকরাই বাস্তব জীবনের বাহুবলী আখ্যা দেয় ব্যক্তিটিকে। সত্যিই ব্যাক্তিটির গায়ে কি বিশাল শক্তি একটি আস্ত মোটরসাইকেল মাথার উপর তুলে নিয়ে সিঁড়ি বেয়ে বাসের মাথার উপরে উঠছে। আবার অনেক দর্শকরাই বলেছে তার জীবিকা এটি। মানুষ টাকা রোজগারের জন্য সবটুকু দিয়ে থাকে। অন্নের অভাবে মানুষ অসহায় হয়ে ওঠে তাইতো দুই বেলা পেট ভরানোর জন্য খেটেই চলে কিছু মানুষ।

এই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সমস্ত বাস যাত্রীদের ভারী বোঝা এই ব্যক্তিটি বাসের মাথায় তুলে থাকে বলে জানা যায়। আসলেই কি তার জীবিকা, এই ভাবেই টাকা রোজগার করে থাকে । তবে লোকটির গায়ের অসম্ভব শক্তির তারিফ করতেই হবে। ১৪০ কেজি ওজনের বাইক মাথায় তুলে সিঁড়ি দিয়ে ওঠা খুব একটা সহজ ব্যাপার নয়। নেটিজেনদের মতে তিনি সত্যিই হয়তো বাস্তবের বাহুবলি।