টেক বার্তা

Realme 12 Pro Plus লঞ্চ হবে আর কিছুদিনের মধ্যেই, কেমন দেখতে হবে এই ফোন? কি কি ফিচার থাকতে পারে?

এই নতুন স্মার্টফোনটি ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে

Advertisement

Realme কোম্পানিটি ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন realme ১২ প্রো প্লাস লঞ্চ করতে চলেছে খুব শীঘ্রই। সম্ভাবনা অনুযায়ী, জানুয়ারি মাসের পরে অর্থাৎ সম্ভবত ফেব্রুয়ারি মাসে এই স্মার্ট ফোনটি লঞ্চ হতে পারে ভারতের বাজারে। আনুষ্ঠানিক লঞ্চ এর আগে এই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে চলে এসেছে। একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে এই সমস্ত তথ্য ফাঁস হয়েছে। জানা যাচ্ছে রিয়েল মি কোম্পানির এই স্মার্টফোনে একটি AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। এই স্মার্টফোনের রিয়ার ক্যামেরা মডিউলে ট্রিপল ক্যামেরা সেটাপ আপনি দেখতে পাবেন। এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দা বক্স পেয়ে যাবেন।

বেইজ এবং নীল এই দুই রঙে লঞ্চ হতে পারে realme কোম্পানির এই নতুন স্মার্টফোনটি। পিছনে থাকবে, ভেগান লেদার ফিনিশ। এই ভেগান লেদার আদতে পলি ইউরিডিন দিয়ে তৈরি হলেও আপনাকে একটি লেদার ব্যাকের মতো অভিজ্ঞতা প্রদান করবে। ফোনের পিছনের দিকে বাঁদিকে নিচের অংশে থাকবে সংস্থার লোগো এবং ফোনের ব্যাক প্যানেল এর মাঝ বরাবর নিচের দিকে পর্যন্ত একটি মেটালিক ব্যান্ড দেখা যাবে। এরকম একটি ডিজাইন আপনারা realme কোম্পানির ১১ সিরিজের স্মার্টফোনেও পেয়েছিলেন।

এর পাশাপাশি এই স্মার্টফোনে আপনাদের জন্য রয়েছে ৬.৭ ইঞ্চি কার্ভ ডিসপ্লে। নোটিফিকেশন এলার্ট এর ক্ষেত্রে অ্যানিমেশন সাপোর্ট আপনারা পাচ্ছেন। ফোনের ডানদিকের অংশে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন থাকছে। ফোনের নিচের অংশে থাকছে সিম ট্রে, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার। এই স্মার্টফোনের রিয়ার প্যানেলে গোলাকার একটি ক্যামেরা মডিউল আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা পাচ্ছেন একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারী সেন্সর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। এছাড়াও এই স্মার্টফোনের সবথেকে বড় হাইলাইট হলো, এই ফোনের ৬৪ মেগাপিক্সেলের টেলি ফটো ক্যামেরা। অর্থাৎ আপনারা অনেক দূরের কোনো বস্তুর ছবিও তুলতে পারবেন খুব ভালোভাবেই।

স্মার্টফোনে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়ালকম কোম্পানির স্ন্যাপড্রাগন ৭ এস জেন২ প্রসেসর। এই স্মার্টফোনে ১২ জিবি ৱ্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ আপনারা পাচ্ছেন। এই স্মার্টফোনের সাথে আসছে realme ui 5 সাপোর্ট। স্মার্টফোন আপনারা ৫ হাজার মিলিঃ অ্যাম্পিয়ার ব্যাটারী পেয়ে যাবেন। এখনো পর্যন্ত যেটুকু স্পেসিফিকেশন আমরা জানতে পারছি সেই অনুযায়ী স্মার্টফোনের দাম মোটামুটি ২৫ হাজার টাকার কাছাকাছি হবে। যদি এই দামের মধ্যে এই স্মার্ট ফোন realme লঞ্চ করে, তাহলে এই সময়কার সব থেকে ভালো স্মার্টফোন হয়ে উঠবে realme 12। ফলে সব মিলিয়ে ভারতের বাজারে রিয়েল মি আরো ভালোভাবে জাঁকিয়ে বসবে বলে মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button