ডিএসএলআর ক্যামেরাকে হার মানাবে রেডমির এই নতুন ফোন, জানুন সমস্ত ফিচার এবং দাম
এই নতুন স্মার্টফোনে আপনারা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেখতে পাবেন
এমনিতেই ভারতের বাজারে রয়েছে একাধিক স্মার্টফোন ব্র্যান্ড। ভারতের প্রতিটি স্মার্টফোন ব্র্যান্ড নতুন নতুন স্মার্টফোন আজকাল বাজারে নিয়ে আসছে। এই মুহূর্তে রেডমি কোম্পানির আরো একটি দুর্দান্ত স্মার্টফোন বাজারে আসতে চলেছে। এই দুর্দান্ত স্মার্টফোন সম্পর্কে বলতে গেলে, এই স্মার্টফোনে আপনারা পাবেন এমন কিছু ফিচার যা এর আগে রেডমি কোম্পানির অন্য ফোনে আপনারা পাননি। চলুন জেনে নেওয়া যাক এই নতুন স্মার্টফোনে আপনারা কি কি ফিচার পাবেন। কত দাম হবে এই নতুন রেডমি ফাইভজি স্মার্টফোনের?
আপনাদের জানিয়ে রাখি, রেডমি কোম্পানির এই নতুন স্মার্টফোনের নাম হতে চলেছে Redmi 11T 5G। এই স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৯০ হার্তজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই স্মার্টফোনে আপনাদের জন্য দেওয়া হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর। পাওয়ারফুল স্মার্ট ফোন হবার পাশাপাশি এই স্মার্ট ফোনে পাবেন স্পেশাল অক্টা-কোর প্রসেসর। অপারেটিং সিস্টেম এর ব্যাপারে কথা বলতে গেলে এই স্মার্টফোনে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। এই শক্তিশালী স্মার্টফোনে আপনারা ৪ জিবি ৬ জিবি এবং ৮ জিবি ৱ্যাম অপশন দেখতে পাবেন। এছাড়াও ইন্টারনাল স্টোরেজ থাকবে ৬৪ জিবি এবং ১২৮ জিবি।
এই নতুন স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন ৫০০০ মিলি এম্পিয়ার আওয়ারের একটি বড় ব্যাটারি। এই ব্যাটারীতে আপনারা ৩৩ ওয়াট সুপারফাস্ট চার্জিং সুবিধা পেয়ে যাবেন। সবমিলিয়ে এই স্মার্ট ফোন আপনারা খুব কম সময়ের মধ্যে চার্জ করতে পারবেন এবং তার পাশাপাশি থাকবে বেশ কিছু অত্যাধুনিক ফিচার। লেটেস্ট এডিশন এর ব্লুটুথ এবং ওয়াইফাই এর মত ফিচার আপনারা পাবেন। ফলে অন্যান্য ফোনে থেকে অনেক ভালোভাবে কানেক্ট হবে এই স্মার্টফোন।
এবার যদি আমরা এই ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ ফিচারের কথা বলি সেটা হল ক্যামেরা। এই স্মার্টফোনের মূল ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের। এছাড়াও, থাকবে একটি ৮ মেগাপিক্সেলের ক্ষমতা বিশিষ্ট সেকেন্ডারি ক্যামেরা। এর পাশাপাশি সেলফি তোলার জন্য থাকবে ১৬ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ক্যামেরাতে স্যামসাং সেন্সর ব্যবহার করা হবে। ফলে এই ক্যামেরা থেকে দারুন দারুন ছবি তুলতে পারবেন আপনি।