Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাজারে আসছে Redmi Note 9 Pro, জানুন এই ফোনের নতুনত্ব কি

শাওমি বাজারে আনতে চলেছে তাদের নতুন ফোন রেডমি নোট 9 এবং নোট 9 প্রো। আজ কোম্পানির তরফে একটি টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে এই ফোনের অনেকগুলি ফিচার্সই দেখানো হয়েছে কোম্পানির…

Avatar

শাওমি বাজারে আনতে চলেছে তাদের নতুন ফোন রেডমি নোট 9 এবং নোট 9 প্রো। আজ কোম্পানির তরফে একটি টিজার প্রকাশ করা হয়েছে। যেখানে এই ফোনের অনেকগুলি ফিচার্সই দেখানো হয়েছে কোম্পানির তরফে। কি কি থাকছে আসন্ন এই ফোনটিতে, দেখে নিন একঝলক।

এই ফোনটিতে থাকছে 6.4 ইঞ্চি বেজেললেস ফুল এইচডি ডিসপ্লে। 90Hz রিফ্রেশমেন্ট এর ডিসপ্লে থাকতে পারে ফোনটিতে। ফ্রন্ট ক্যামেরার জন্যে সামনে থাকছে ওয়াটারড্রপ নচ। চার জিবি র‍্যাম ভেরিয়েন্ট থেকে শুরু হতে চলেছে ফোনটি। প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগণ 675 চিপসেট, যেটিতে খুবই স্মুথলি যেকোনো গেম খেলা যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : সবচেয়ে সস্তায় বাজারে 4G ফোন আনছে JIO

ফোনে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা। 48 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে থাকছে 8+2+2 মেগাপিক্সেলের আরও তিনটি ক্যামেরা। সাথে ফ্রন্ট ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের। ফোনে দেওয়া হবে 4100 এমএইচ এর ব্যাটারি। কোম্পানির দাবি একবার ফুল চার্জ করলে যা বেশ কয়েকদিন চলবে। এর সাথে ফাস্ট চার্জারও দেওয়া হবে বক্সে।

আগামী ৯ই মার্চ ভারতে লঞ্চ হবে রেডমি নোট 9 এবং নোট 9 প্রো। আমাজন এবং এমআইডটকমে এক্সক্লুসিভ পাওয়া যাবে এই ফোন দুটি। এখন দাম কত হবে নতুন এই ফোন দুটির সেটাই দেখার।

About Author