Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Jio Special Recharge Plan: অবিশ্বাস্য! ক্যালেন্ডার মান্থ ভ্যালিডিটি প্ল্যান নিয়ে বাজার কাঁপাতে আসছে Jio – সবচেয়ে সস্তা অফার ফাঁস

Updated :  Wednesday, September 10, 2025 2:55 PM
Jio Plan

মাসের হিসাব মেলাতে গিয়ে অনেক সময় গ্রাহকদের বিরক্তি তৈরি হয়। ২৮ দিনের রিচার্জ শেষ হতেই নতুন করে রিচার্জ করতে হয়। এবার সেই ঝামেলা দূর করতে বিশেষ উদ্যোগ নিল রিলায়েন্স জিও। টেলিকম কোম্পানিটি বাজারে এনেছে ৩১ দিনের বিশেষ রিচার্জ প্ল্যান, যা গ্রাহকদের জন্য আনছে আনলিমিটেড কলিং, দৈনিক ডেটা এবং আরও নানা সুবিধা।

৩১ দিনের রিচার্জ প্ল্যানের বৈশিষ্ট্য

এই নতুন প্ল্যানটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩১৯ টাকা। একবার রিচার্জ করলে মাসভর এই পরিষেবা উপভোগ করা যাবে। মাসটি ৩০ দিনের হোক বা ৩১ দিনের—প্ল্যানের ভ্যালিডিটি পূর্ণ ক্যালেন্ডার মাস ধরে চলবে।
এই প্ল্যানে গ্রাহকরা পাবেন:

  • আনলিমিটেড কলিং (লোকাল ও এসটিডি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য)

  • প্রতিদিন ১.৫ জিবি ডেটা

  • প্রতিদিন ১০০ এসএমএস

ফলে ২৮ দিনের প্ল্যানের মতো বাড়তি রিচার্জের ঝামেলা এড়ানো সম্ভব হবে।

কলিং-ওনলি রিচার্জ প্ল্যান

শুধু ডেটা নয়, এবার বাজারে প্রথমবারের মতো আনা হচ্ছে কলিং-ওনলি রিচার্জ প্ল্যান। এই প্ল্যান বিশেষভাবে তাঁদের জন্য তৈরি করা হয়েছে, যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন না বা কম করেন। আগে আলাদা কলিং রিচার্জ না থাকায় তাঁদেরও ডেটার খরচ বহন করতে হতো। নতুন উদ্যোগে সেই সমস্যার সমাধান হবে।

ভারতের শীর্ষ টেলিকম কোম্পানি জিও

ভারতের টেলিকম বাজারে দীর্ঘদিন ধরেই শীর্ষস্থানে রয়েছে রিলায়েন্স জিও। বিশেষত, ৫জি পরিষেবা সারা দেশে ছড়িয়ে দিতে জিও যে অগ্রণী ভূমিকা নিয়েছে, তা গ্রাহকদের কাছে জনপ্রিয় করে তুলেছে সংস্থাটিকে। বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে এবং গ্রাহকদের চাহিদা মেটাতে বারবার নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসছে তারা।

গ্রাহকদের সুবিধা

৩১ দিনের এই নতুন প্ল্যান গ্রাহকদের মাসের শেষে বাড়তি খরচ থেকে মুক্তি দেবে। উৎসবের মরসুমকে সামনে রেখে এই ধরনের সাশ্রয়ী এবং ব্যবহারবান্ধব প্ল্যান বাজারে আনায় জিও আবারও গ্রাহকবান্ধব টেলিকম অপারেটর হিসেবে পরিচিতি পেল।