Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সুবর্ন অফার! এক বছরের জন্য আনলিমিটেড পরিষেবা আনল জিও

সম্প্রতি রিলায়েন্স জিও থেকে "হ্যাপি নিউ ইয়ার" অফারটি ঘোষণা করা হয়েছে। সোমবার তারা জানায় গ্রাহকদের এক বছরের জন্য ২০২০ টাকার রিচার্জে আনলিমিটেড পরিষেবা দেওয়া হবে।এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা ছাড়াও…

Avatar

সম্প্রতি রিলায়েন্স জিও থেকে “হ্যাপি নিউ ইয়ার” অফারটি ঘোষণা করা হয়েছে। সোমবার তারা জানায় গ্রাহকদের এক বছরের জন্য ২০২০ টাকার রিচার্জে আনলিমিটেড পরিষেবা দেওয়া হবে।এতে প্রতিদিন ১.৫ জিবি ডেটা ছাড়াও আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএস থাকবে।

এই একই টাকায় আরও একটি অফার রয়েছে।২০২০ টাকায় একটি JioPhone এবং এক বছরের আনলিমিটেড পরিষেবাও পাওয়া যাবে।এর মধ্যে আনলিমিটেড ভয়েস কল, এসএমএস আর প্রতিদিন ০.৫ জিবি ডেটা দেওয়া হবে। সীমিত সময়ের এই অফার শুরু হয় মঙ্গলবার থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : গ্রাহকদের জন্য ‘২০২০ হ্যাপি নিউ ইয়ার অফার’ নিয়ে এল জিও

এই মাসের শুরুর দিকে ঘোষণা করা সংস্থার ”অল-ইন-ওয়ান” প্ল্যান অনুসারে, ৫৫৫ টাকায় ৩ মাস এবং ২১৯৯ টাকায় ১২ মাসে রোজ ১.৫ জিবি ডেটা এবং অন্যান্য কলে FUP লিমিট যথাক্রমে ৩০০০ এবং ১২০০০মিনিট থাকবে।

সম্প্রতি তিনটি বেসরকারি সংস্থা ভোডাফোন-আইডিয়া, এয়ারটেল এবং জিও প্রিপেইড পরিষেবার দাম আগের থেকে ৪০-৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। অক্টোবর মাসে জিও দ্বারা প্রকাশিত তথ্যে দেখা গেছে সেপ্টেম্বর Q2 শেষে ৩৫০ মিলিওন গ্রাহকদের দ্বারা  ৯৯০ কোটি টাকা লাভ করেছে তারা।

About Author