ডিজনির ব্যবসা কিনে নেবে রিলায়েন্স, কবে একসাথে জুড়ছে জিও এবং হটস্টার?
ডিজনি প্লাস হটস্টারের সাথে খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতে চলেছে রিলায়েন্স জিও
আর কিছুদিনের মধ্যেই ভারতে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর এবারে টিভিতে আইপিএল সম্প্রচারের অধিকার রয়েছে স্টার ইন্ডিয়ার হাতে। অন্যদিকে অনলাইন স্টিমিং প্লাটফর্ম জিও সিনেমা। অন্যদিকে এই মুহূর্তে ভারতে যতগুলি আন্তর্জাতিক ম্যাচ হবে সেগুলি দেখানোর অধিকার এই মুহূর্তে রয়েছে জিওর অধীনস্থ স্পোর্টস ১৮র কাছে। অন্যদিকে আবার শোনা যাচ্ছে নাকি ডিজনি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিস একসাথে যুক্ত হতে চলেছে। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে এই চুক্তি কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে। তবে মুকেশ আম্বানি এই চুক্তি স্বাক্ষর করতে চাইছেন জানুয়ারি মাসের মধ্যেই, স্টার ইন্ডিয়ার কাছ থেকে আইপিএল দেখানোর সত্ত্ব পেয়ে যায় জিও।
ইকোনমিক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, দুটি সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা নাকি ইতিমধ্যেই লন্ডনে এই সম্পর্কিত একটি বৈঠক সেরে ফেলেছেন। এই চুক্তি অনুসারে রিলায়েন্স স্টার ইন্ডিয়ার ৫১ শতাংশ শেয়ার কিনবে এবং ডিজনির হাতে এই মুহূর্তে থাকবে ৪৯ শতাংশ শেয়ার। এরফলে স্টার ইন্ডিয়াকে নিয়ন্ত্রণ করবে রিলায়েন্সের ভয়াকম ১৮। আর উভয় সংস্থা ১ বিলিয়ন ডলার থেকে ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে পারে এই চুক্তির জন্য। যেহেতু প্রায় অর্ধেক অর্ধেক শেয়ার এই মুহূর্তে থাকছে, জিও এবং ডিজনির হাতে, সেই কারণে বোর্ডে রিলায়েন্স এবং ডিজনির সমান সংখ্যক ডিরেক্টর থাকতে চলেছেন।
অন্যদিকে রিলায়েন্সের মিডিয়া এবং বিনোদন ইউনিট ভায়াকম ১৮ এর কাছে এই মুহূর্তে বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং জিও সিনেমা স্ট্রিমিং অ্যাপ্লিকেশন রয়েছে। যদি এই চুক্তি কার্যকর হয় তাহলে ভারতের বিনোদন সংস্থাগুলির মধ্যে সবথেকে বড় বিনোদন সংস্থা হয়ে উঠতে পারে রিলায়েন্স। এর ফলে, শুধুমাত্র জি এন্টারটেইনমেন্ট, সনি না এই তালিকায় চলে আসবে রিলায়েন্সের নামও।