বড় পরিবার হলে গাড়ি কেনার সময় প্রথমে মাথায় আসে জায়গার প্রশ্ন। এই চাহিদা পূরণে বাজারে ইতিমধ্যেই নজর কেড়েছে Renault Triber। সাত সিটের এই MPV গাড়িটি শুধুমাত্র ডিজাইন বা স্পেসেই নয়, আধুনিক ফিচার এবং নিরাপত্তা মানেও প্রশংসা পাচ্ছে।
আকর্ষণীয় ডিজাইন
Renault Triber-এর এক নজরে যে বিষয়টি চোখে পড়ে, তা হল এর স্টাইলিশ ডিজাইন। ফ্রন্টে LED হেডলাইটস, eyebrow-style DRLs এবং নতুনভাবে ডিজাইন করা গ্রিল গাড়িটিকে দিয়েছে এক আধুনিক লুক। সামনের বাম্পার, repositioned ফগ ল্যাম্পস এবং নতুন অ্যালয় হুইলস এর আভিজাত্য বাড়িয়েছে আরও কয়েক গুণ। পিছনে wraparound LED টেললাইটস ও ক্রোম ফিনিশিং গাড়িটির প্রিমিয়াম লুককে আরও উজ্জ্বল করেছে।
ফিচার ও প্রযুক্তি
Triber-এ দেওয়া হয়েছে বহু স্মার্ট ফিচার। এর মধ্যে রয়েছে ambient lighting, cooled glovebox, auto-dimming IRVM এবং automatic headlamps। আরামদায়ক যাত্রার জন্য রয়েছে rear AC vents এবং keyless entry সুবিধা। ৮ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম কেবল বিনোদনেই নয়, কনেক্টিভিটিতেও বাড়তি সুবিধা দেবে। এছাড়া 360-degree ক্যামেরা গাড়ি চালানোকে করবে আরও নিরাপদ।
ইঞ্জিন ও পারফরম্যান্স
Triber-এ ব্যবহার করা হয়েছে ১.০ লিটার, ৩-সিলিন্ডার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন, যা প্রায় ৭২hp পাওয়ার এবং ৯৬Nm টর্ক উৎপাদনে সক্ষম। সঙ্গে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল ও ৫-স্পিড AMT ট্রান্সমিশনের বিকল্প। কোম্পানির দাবি অনুযায়ী, এক লিটার পেট্রোলে প্রায় ১৯ কিমি মাইলেজ দেওয়ার ক্ষমতা রাখে এই গাড়ি। ফলে সাশ্রয়ী দামের পাশাপাশি জ্বালানি খরচেও Triber গ্রাহকদের জন্য লাভজনক হতে চলেছে।
নিরাপত্তার মান
নিরাপত্তার দিক থেকেও Triber পিছিয়ে নেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মডেল ৪-স্টার অ্যাডাল্ট সেফটি রেটিং এবং শিশুদের জন্য ৩-স্টার সুরক্ষা রেটিং পেয়েছে। এর সঙ্গে চারটি এয়ারব্যাগ সুবিধা যাত্রীদের বাড়তি সুরক্ষা প্রদান করে।
দাম ও ফাইন্যান্স পরিকল্পনা
ভারতীয় বাজারে Renault Triber-এর বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে প্রায় ৬.১৫ লক্ষ থেকে। টপ ভ্যারিয়েন্টের দাম পৌঁছে গেছে ৮.৯৮ লক্ষ পর্যন্ত। তবে ক্রেতারা চাইলে ফাইন্যান্স স্কিমের মাধ্যমে মাত্র ৮০,০০০ ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়ি ঘরে আনতে পারবেন। এরপর প্রতি মাসে প্রায় ১২,০০০ EMI-তে গাড়িটি কেনার সুযোগ থাকছে।














