আজ সকাল ১০:৩০ থেকে শুরু হয় রিয়া চক্রবর্তী ও বাকি চারজনের জেরা। এই কেসের প্রাইম সাসপেক্ট সকলকে আজ একসঙ্গে জেরা করা হয়. সূত্রের খবর অনুযায়ী সিবিআই তিনটি প্রথক দলে ভাগ হয়ে এই কেসে মধ্যস্থতা করে.এই কেসে, সিবিআই-এর প্রধান নুপুর প্রসাদ নিজে জিজ্ঞাসাবাদ করেছেন রিয়াকে। ৩৭ দফায় প্রশ্ন সাজানো হয় রিয়ার জন্য।রিয়া যেই মাদক ব্যবহার করতেন অর্থাৎ ‘নিষিদ্ধ সিবিডি অয়েল’ সেই মাদক কোথা থেকে তিনি আনতেন এবং কতদিন ধরে তিনি ওই মাদক সুশান্তকে চা ও কফির সঙ্গে মিশিয়ে খাইয়েছেন, তা জানার চেষ্টা করছে এনসিবি NCB. এর পাশাপাশি ইডির জেরায় উঠে এসেছে টাকা নয়ছয়ের ভয়ঙ্কর তথ্য। রিয়া কখনোই ডিরেক্ট সুশান্তের এক্যাউন্ট থেকে টাকা তুলতেন না ঠিকই তবে এক অদ্ভুত প্রক্রিয়ায় রিয়ার এক্যাউন্ট-এ টাকা যেত. কি সেই পদ্ধতি জানুন সবিস্তারে পরবর্তী প্যারায়।
সুশান্ত সিং রাজপুতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ১০১১৯৭২৫৯১। আর এই অ্যাকাউন্ট থেকেই লাগাম ছাড়া খরচ করে গিয়েছেন মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। সুশান্তের ব্যাঙ্ক ডিটেলস থেকে জানা যাচ্ছে, এই অ্যাকাউন্ট থেকে ৪৮ লক্ষ টাকা প্রথমে কোয়ান ট্যালেন্ট কোম্পানির অ্যাকউন্টে দেওয়া হয়েছিল। এরপর ২৭ লক্ষ টাকা কোয়ান ট্যালেন্ট কোম্পানির অ্যাকাউন্ট থেকে রিয়ার অ্যাকউন্টে পাঠানো হয় এবং এর জন্য HDFC-র অ্যাকাউন্ট নম্বর ০৩৫৮৭১০০০০২৭৫১৮ ব্যবহার করা হয়েছিল।
এছাড়াও, স্যামুয়েল মিরান্ডার থেকে কেন রিয়া চক্রবর্তী ডেবিট কার্ডের পিন নম্বর নেয়, এই ব্যাপারেও প্রশ্ন করা হয়েছে রিয়াকে। যদি সুশান্ত ও রিয়ার মধ্যে সুস্থ ভালোবাসার সম্পর্ক থেকে থাকে তবে স্যামুয়েলের থেকে কেন পিন নম্বর সংগ্রহ করা হয় এই ব্যাপারেও চলছে বিভিন্ন প্রশ্ন। পাশাপাশি এও জানা যাচ্ছে যে, ইউরোপ ট্যুরের সময় থমাস কুক ট্রাভেল কোম্পানিকে প্রায় ৫৯ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। যার সম্পূর্ণ খরচ সামলেছেন একা সুশান্ত। এর পাশাপাশি, ২০১৯ এর ২ মে থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ওয়াটারস্টোন রিসর্টে সুশান্ত-রিয়ার থাকার জন্য ৩৪ লক্ষ ৭১ হাজার টাকা খরচ হয়েছিল। যেই অঙ্ক সুশান্ত এক মেটায় এবং এই টাকা খরচ হয় সুশান্তের কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।
সুশান্তের ব্যাংক ডিটেলস চেক করে জানা গেছে যে রিয়া চক্রবর্তী সুশান্তের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা না তুলে চালাকি করে ছোট ছোট অঙ্কের টাকা সরাতেন। কার্যত নিজের পরিবারের খরচ সামলাতেন রিয়া সুশান্তের এক্যাউন্টে হ্যাক করে করতেন রিয়া। ডিরেক্ট এক্যাউন্ট টু এক্যাউন্ট টাকা ট্রান্সফার না করে ঘুরপথে টাকা কালেক্ট করতেন রিয়া।নিজের পরিবারের ছোট ছোট সমস্ত খরচ সুশান্তের কোটাক মাহিন্দ্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করতেন। সুশান্তের অ্যাকাউন্ট নম্বরটি হল ১০১১৯৭২৫৯১ এবং এই এক্যাউন্ট থেকেই রিয়া কারচুপি করে টাকা সরাতেন। দেখে নিন রিয়ার খুচরো খরচ :
- ২০১৯-এর ৪ জুলাই জুতো কেনা বাবদ খরচ হয় ৬,৮০০ টাকা।
- ২০১৯-এর ১১ জুলাই মেডিক্যাল বিল বাবদ খরচ হয় ৯৪ হাজার টাকা।
- ২০১৯-এর ২৬ অগস্ট গোয়া ট্রিপের জন্য ব্যয় হয় ৩০ হাজার টাকা।
- ২৯ অগস্ট শৌভিকের বিজনেজ ক্লাসের টিকিটের জন্য ২৫ হাজার টাকা ব্যায় হয়।
- শৌভিক চক্রবর্তীর হোটেল খরচের জন্য ৪ লক্ষ ৭২ হাজার টাকা খরচ হয়।
- শৌভিকের টিউশন ফি হিসাবে ৪০০০ হাজার টাকা।
- রিয়া এক ট্রাভেল এজেন্টকে সুশান্তের অ্যাকাউন্ট থেকে ৯৫ হাজার টাকা দেন। রিয়ার জামাকাপড় কেনার জন্যও খরচ হয়েছিল সুশান্তের অ্যাকাউন্ট থেকে।