Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rhea Chakraborty : ‘চেহরা’ সিনেমাতে সুশান্ত প্রেমিকা রিয়ার পারফর্ম্যান্স নিয়ে কি বললেন পরিচালক রুমি জাফরি

Updated :  Monday, August 16, 2021 2:26 PM

বর্তমানে বলিউডে সবচেয়ে বিতর্কিত একটি নাম হল রিয়া চক্রবর্তী । গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই নামটিই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অভিনেতার মৃত্যু তদন্তে মাদক কান্ডে নাম জড়ায় রিয়ার। এর জন্য একমাসের কাছাকাছি গরাদেও থাকতে হয়েছে অভিনেত্রীকে। তবে বর্তমানে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। তবে আগের মতো এখন আর অভিনেত্রীর জীবন নেই। পুরোটাই পালটে গিয়েছে। হাতে তেমন কাজ ও নেই, নেই মনের মানুষও।

তবে বলিউডের পেজ থ্রির শিরোনামে সুশান্তের মৃ্ত্যুর পর ফের খবরের শিরোনামে এই অভিনেত্রী। লকডাউনের আগে রিয়ার শেষ অভিনীত ছবি আগামী ২৭ অগাস্ট মুক্তি পেতে চলেছে। পরিচালক রুমি জাফরির পরিচালনায় নতুন ছবি ‘চেহরা’। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমিকে। এই ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিয়াও। তবে সুশান্তের মৃত্যুর পর রিয়াকে বলিউড বয়কট করেছে। তবে সেই সময় রুমি জাফরি অভিনেত্রীর পাশেই ছিলেন।

এবার রুমি নিজের ছবির নায়িকার সম্পর্কে কিছু কথা বললেন। তিনি স্পষ্ট ভাবে বলেন, গত বছর রিয়াকে বহুবার সোশ্যাল মিডিয়ায় ‘ডাইনি’ বলে নানান কুকথা বলা হয়েছিল। তবে তাঁর ‘চেহরা’ দেখার পর রিয়া চক্রবর্তী সম্পর্কে ধারণাটাই সম্পূর্ণ বদলে যাবে সেই ডাইনি বলা সমালোচকদের। তাঁর মনে হয় না রিয়া চক্রবর্তীর ব্যক্তিগত কোনও বিতর্কের প্রভাব এই ছবির ক্ষেত্রে পড়বে।

যদিও গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল বহু প্রতিক্ষিত ছবি ‘চেহরা’। কিন্তু গত বছরে করোনা পরিস্থিতি কাল হয়। তাই চলতি বছর ছবি মুক্তি পেতে চলেছে। তবে রুমি এও জানান এই ছবি মুক্তির পিছানোর জন্য রিয়া দায়ী নয়। পাশাপাশি এও জানান, রিয়া খুব ভাল একজন মানুষ পাশাপাশি ভাল পরিবারেরও মেয়ে। যখন সক্কলে ‘চেহরা’তে ওর অভিনয় দেখবেন, তখন বুঝতে পারবেন ও কত ভালো অভিনেত্রী। চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য নিজের একশো শতাংশ দিয়ে অভিনয় করেছেন রিয়া।