ঋদ্ধিমা ঘোষ টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি একাধিক ফটোশুটও করে থাকেন অভিনেত্রী। সম্প্রতি সেই ফটোশুটের কারণেই সোশ্যাল মিডিয়ায় নেটনাগরিকদের একাংশের মাঝে ট্রোল হলেন ঋদ্ধিমা ঘোষ। বাদ পড়লেন না শ্বশুর সব্যসাচী চক্রবর্তীও।
দীর্ঘ সম্পর্কের পর সব্যসাচী ও মিঠু চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তীর সাথে ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন ঋদ্ধিমা। সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চিত জুটি তারা। তাদের একসাথে দেখতে পছন্দ করেন সকলেই। সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরায় বোল্ড ফটোশুটে ধরা দিয়েছেন ঋদ্ধিমা। খালি পিঠে চাদর জড়িয়ে বিছানার উপর শুয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তার স্টাইল সেট করে দিয়েছেন রজত বাল্মিকী। সম্প্রতি সেই ছবিই নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
অভিনেত্রী নিজের এই ছবি শেয়ার করার পর থেকেই তা রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। এই ছবিতে ভালোবাসা জানিয়েছেন স্বামী গৌরব চক্রবর্তী। তার ভক্তরা প্রশংসায় ভরিয়েছেন তাকে। তবে নেটনাগরিকদের একাংশ এই ছবির সূত্র ধরেই চূড়ান্ত কটাক্ষ করেছেন অভিনেত্রীকে। সেই কটাক্ষে টেনে এনেছেন ঋদ্ধিমার শ্বশুরমশাই সব্যসাচী চক্রবর্তীকেও। এক নেটিজেন লিখেছেন, খুব উন্নতি হয়েছে সব্যসাচী চক্রবর্তীর দুই পুত্রবধূর। তারা নগ্ন হওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। আবার কেউ লিখেছেন, অভিনেত্রীকে অন্যরকম ভাবতেন তিনি। ছবির কমেন্টবক্সে চোখ রাখলেই এমন বিভিন্ন ধরনের মন্তব্য চোখে পড়বে। সম্প্রতি এই ট্রোলিংয়ের জন্যই চর্চায় ঋদ্ধিমা।
উল্লেখ্য, করোনার কারণে গতবছর নিজের মাকে হারিয়েছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, করোনা পরিস্থিতিতে রীতিমতো জর্জরিত হয়ে গিয়েছিলেন তারা। মায়ের পরে অভিনেত্রীর বাবাও আক্রান্ত হয়েছিলেন করোনায়। এরপর ঋদ্ধিমা ও গৌরবের রিপোর্ট পজিটিভ আসে। তবে সেই খারাপ সময় কাটিয়ে উঠেছেন তারা। বর্তমানে নিজের মাকে নিজের মধ্যেই বাঁচিয়ে রেখে তার সমস্ত ইচ্ছাপূরণ করার অঙ্গীকার নিয়েছেন ঋদ্ধিমা ঘোষ। আর এর মাঝেই ট্রোলিংয়ের শিকার হলেন অভিনেত্রী।














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement