গত ৩০শে এপ্রিল বলিউড তারকা ঋষি কাপুর প্রয়াত হয়েছেন। মঙ্গলবার তার মৃত্যুর ১৩ দিন উপলক্ষে মুম্বাইয়ে কাপুর পরিবারের তরফ থেকে একটি পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার মেয়ে ঋদ্ধিমা কাপুর সেই অনুষ্ঠানের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যেখানে একটি ছবিতে দেখা যায় ছেলে রনবীর কাপুর পুজোয় অংশগ্রহণ করেছেন। অপর একটি ছবিতে দেখা যায় ঋদ্ধিমা বাবার একটি ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন।
সাম্প্রতিক লকডাউনের কারণে দিল্লীর বাসিন্দা ঋদ্ধিমাকে ১৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাড়িতে আসতে হয়েছে। তার সাথে ছিলেন মেয়ে সামারা এবং স্বামী ভরত সাহানি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রনবীরের বান্ধবী আলিয়া ভাট।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowখুড়তুতো ভাইবোনেরা যাদের মধ্যে ছিলেন করিশ্মা কাপুর, আরমান জৈন, আদর জৈন, শ্বেতা এবং নব্যা নন্দা। এছাড়া কাকা রনধীর কাপুরকেও দেখা যায় এই পুজোয়। উল্লেখযোগ্য, গত ৩০শে এপ্রিল মারা গেছেন ঋষি কাপুর। বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় আক্রান্ত ছিলেন তিনি। তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।