কৌশিক পোল্ল্যে: নিজের হাতে পিতার অস্থি বিসর্জন দিলেন রণবীর কাপুর। গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিন্টু জি ওরফে ঋষি কাপুর। তার মৃত্যুতে শোকে বিহ্বল গোটা সেলেবমহল। উক্ত দিনই তার শেষকৃত্য সম্পন্ন হয়, লকডাউনের বিধি মেনে মাত্র কুড়ি জনের উপস্থিতিতে। প্রশাসনের কাছে বারংবার মিনতি করে বাবার শেষকৃত্যে আসার অনুমতি পান মেয়ে রিদ্দিমা।
সমস্ত কার্যক্রম মিটে গেলে, এর দু দিন পর সংবর্ধনা হিসেবে স্বর্গীয় স্বামীর উদ্দেশ্যে পোস্ট দেন নিতু কাপুর, “এখানেই আমাদের গল্প শেষ হল”। মাত্র একটি লাইনের মাধ্যমেই তিনি বুঝিয়ে দিলেন তার বিগত চল্লিশ বছরের দাম্পত্য জীবনের ভালো-মন্দ, সুখ-দুঃখ, আনন্দ-বিষাদের সকল পর্বগুলি। এ যেন বড়সড় ধাক্কা নিতুর জীবনে। ভালোবাসার মানুষ হিসেবে নিজেই বেছে নিয়েছিলেন চিন্টু জি’কে। এরপর কাপুর পরিবারের পুত্রবধূ হওয়া, রিদ্দিমা, রণবীরের মা হওয়া এসবই যেন ফ্ল্যাশব্যাকে ফিরে আসছিল তার স্মৃতির পাতায়।
গতকাল ঋষির অস্থি বিসর্জন করা হয়। হরিদ্বারেই সাধারনত এই প্রক্রিয়া করার কথা থাকলেও লকডাউনের জেরে সেখানে যাওয়ার অনুমতি মেলেনি ফলে মুম্বাইয়ের বানগঙ্গায় করতে হল তার অস্থি বিসর্জন, যা নিজহাতে দায়িত্বপূর্বক করলেন রণবীর। ঘাটে তার পরিবারের বাকি সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন রণবীরের বিশেষ বান্ধবী আলিয়া ভাট ও বন্ধু পরিচালক অয়ন মুখোপাধ্যায়, এই জুটির আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’এর পরিচালনা করেছেন তিনিই।
আচার অনুষ্ঠান মেনে পালন করা এই অনুষ্ঠানসূচির ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও প্রত্যেকেই মুখেই ছিল মাস্ক এবং মানা হয়েছে সমস্ত সাবধানতা। অনুষ্ঠান শেষে পুরোহিতের পা ছুঁয়ে প্রনাম করলেন রণবীর। শোকস্তব্ধ মনটি যেন ধ্যানমুর্তির ন্যায় শান্ত হয়ে গিয়েছে।