কৌশিক পোল্ল্যে: মাত্র ৬৭ বছর বয়সে ক্যান্সারের মতো ব্যাধির সঙ্গে দীর্ঘ লড়াই চালিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুর। ফিল্মসিটির খানদানি কাপুর বংশের অন্যতম নক্ষত্র হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় তৈরি করতে সক্ষম হয়েছিলেন তিনি।
আজ সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ভাই রনধীর কাপুর পূর্বেই সংবাদসংস্থা পিটিআই কে দাদার অসুস্থতার খবর সম্পর্কে ওয়াকিবহল করেন। এর কিছুক্ষন পর হাসপাতালেই মৃত্যু হল এই বর্ষীয়ান অভিনেতার।
তার ক্যান্সার রোগের খবর কারোর কাছেই অজানা ছিল না। দীর্ঘদিন আমেরিকার নিউ ইয়র্কে তিনি চিকিৎসাধীন ছিলেন এরপর কয়েকমাস আগেই তিনি দেশে ফেরেন। গতকাল থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মৃত্যুর কারন হিসেবে মারনরোগ ক্যান্সার ও শ্বাসকষ্টজনিত সমস্যাকেই মূলত দায়ী করা হয়েছে।