কৌশিক পোল্ল্যে: এমটিভির জনপ্রিয় রিয়ালিটি শো ‘রোডিজ’ এবার 17 তম সিজনের সূচনা করল। অডিশনের সময় থেকেই আজকের ইয়ুথদের মধ্যে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। বিগত বেশ কয়েক বছর ধরেই কলকাতাতেও এর অডিশন শুরু হয়েছে।প্রতিবারের মতো গ্যাং লিডার হিসেবে রয়েছেন চারজন নামী মেন্টর, শো এর সঞ্চালনার দায়িত্বে থাকছেন রনবিজয় সিং। এবারের সিজনে রোডিজের থিম রেভোলিউশন। সমাজে হওয়া বিভিন্ন অপ্রত্যাশিত কীর্তিকলাপের বিরুদ্ধে ঘুরে দাঁড়াক আজকের যুবশক্তি, এটাই শো এর মূলমন্ত্র।
গ্যাং লিডাররাও বিভিন্ন ইনিসিয়েভিট নিয়ে নানান ইস্যুতে করবেন আলোকপাত। মেয়েদের অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলবেন নেহা ধুপিয়া। নিখিল চিনাপ্পা জানাবেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তনে খারাপ প্রভাবের বিরুদ্ধে থাকা সমাধান। রাফতার বলবেন হিংসা বিদ্বেষ থেকে দুরে থাকার কথা এবং প্রিন্স নারুলা মাদকাসক্তি বিরুদ্ধে জনমত গড়ে তোলার কথা বলবেন।
আরও পড়ুন : প্রেমদিবসে দেবের সঙ্গে নয়, অন্য এক অভিনেতার সাথে সুইজারল্যান্ডে দিন কাটালেন রুক্মিনী মৈত্র
প্রাথমিক অডিশনে নির্বাচনী পর্যায় শেষ হওয়ার পর আজ সন্ধ্যে সাতটা থেকে এম টিভিতে শুরু হচ্ছে এই শো। টিঅারপির শীর্ষে থাকা এই রিয়ালিটি শোএর এবারের সিজনটি কতটা এক্সাইডেট হবে তা জানতে গেলে চোখ রাখতে হবে রোডিজ রেভোলিউশনে।