খেলাক্রিকেট

IPL-এ রোহিত-কোহলির হতাশাজনক পারফরম্যান্স, তবুও চিন্তিত নন মহারাজ! কারণ জানালেন স্বয়ং

সৌরভ গাঙ্গুলী আরও জানিয়েছেন,'আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতীয় দল নির্বাচকরা ক্রিকেটার নির্বাচন করবেন।

Advertisement

আইপিএলে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যর্থ ধারাবাহিকতা নিয়ে চিন্তিত ক্রিকেটপ্রেমীরা। চলতি বছরের শেষ লগ্নে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ খেলবে ভারত। তার আগে ভারতের দুই ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মার ব্যর্থ পারফরম্যান্স রীতিমতো হতাশায় ফেলেছে ক্রিকেটপ্রেমীদের। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়েছেন দুই কিংবদন্তি। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে প্রশ্ন উঠেছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় সেরা একাদশে আদৌ জায়গা পাবেন কি বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা?

সমস্ত জল্পনার সমাপ্তি ঘটল সৌরভ গাঙ্গুলীর মন্তব্যে। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী অবশ্য এ বিষয়ে পুরোপুরি খোলা মেজাজে রয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন,”বিরাট কোহলি এবং রোহিত শর্মার পারফরম্যান্স নিয়ে চিন্তা করার কিছু নেই। ওরা অনেক বড় মাপের ক্রিকেটার। ধারাবাহিক ফর্মে ফিরতে একটি ম্যাচের প্রয়োজন রয়েছে। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে। তার আগে একাধিক আন্তর্জাতিক সিরিজ খেলবে ভারত। সেখানে নিজেদের কামব্যাক করানোর চেষ্টা করবেন দুই কিংবদন্তি।”

অবশ্য সৌরভ গাঙ্গুলী আরও জানিয়েছেন,’আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতীয় দল নির্বাচকরা ক্রিকেটার নির্বাচন করবেন। সেক্ষেত্রে অবশ্যই পারফরম্যান্সের দিকে লক্ষ্য রাখবেন তারা।’ আপনাদের জানিয়ে রাখি, চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির গড় যথাক্রমে ১৯.১৪ এবং ২২.৭৩। তাছাড়া অধিনায়ক হিসেবেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন রোহিত শর্মা। মনে করা হচ্ছে, আইপিএলের মেগা আসর শেষ হতেই দুজনকে বেশ কিছু দিনের জন্য ছুটি প্রদান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

Related Articles

Back to top button