খেলাক্রিকেট

Rohit Sharma: ইংল্যান্ডের কাছে হেরে ডাগআউটে বসে অঝরে কাঁদলেন রোহিত শর্মা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ইংল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে পরাজয় যেন ভারতের কাছে দুঃস্বপ্ন ব্যতিত আর কিছুই নয়। ম্যাচ শেষে হতাশায় কেঁদে ফেলেন অধিনায়ক রোহিত শর্মা।

Advertisement

অবশেষে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত। আজ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ২২ গজের মহারণে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। আর সেখানেই ইংরেজ বাহিনীর কাছে লজ্জাজনক ভাবে পরাজিত হয়েছে ব্লু-বাহিনী। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমন পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছিল ভারত, ঠিক চলতি বিশ্বকাপে সেমিফাইনালের আজকের ম্যাচে যেন তার প্রতিফলন ঘটল। তবে এবার প্রতিপক্ষ ইংল্যান্ড।

ইতিপূর্বে প্রথম সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে পরাজিত করে ইতিমধ্যে বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান। আর আজ দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল শক্তিশালী ইংল্যান্ড। তবে বিশ্বকাপ শুরু হওয়ার পূর্বে বিভিন্ন মাধ্যমে দাবী করা হয়েছিল যে, চলতি বিশ্বকাপে ভারত অন্যতম সেরা দাবিদার। তবে সমস্ত ভবিষ্যৎ বাণী এক নিমিষে সমাপ্তি ঘটলো আজকের ম্যাচে ইংল্যান্ডের কাছে ভারতের পরাজয়ের সাথে সাথে।

আজ সেমিফাইনালে প্রথমে ব্যাটিং করতে নেমে চরমভাবে ব্যর্থ হন ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল। অধিনায়ক রোহিত শর্মার ইনিংসও দলের জন্য বিপদ থেকে আনে। বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়ার হাত ধরে খেলায় প্রত্যাবর্তন করে টিম ইন্ডিয়া। তবে ইংরেজ বাহিনীর সামনে কঠিন লক্ষ্যমাত্রা স্থির করতে সক্ষম হয়নি ভারত। ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ভারত ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ১৬৯ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে কোন উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় জোস বাটলাররা।

ইংল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে পরাজয় যেন ভারতের কাছে দুঃস্বপ্ন ব্যতিত আর কিছুই নয়। ম্যাচ শেষে হতাশায় কেঁদে ফেলেন অধিনায়ক রোহিত শর্মা। যে দৃশ্য ধরা পড়ে ক্যামেরার চোখে। যা দেখতে না দেখতে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে, বিরাট কোহলির ওপর ক্যামেরা পড়তেই তাকে টুপি দিয়ে মুখ ঢেকে নিতে দেখা গেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের এই ব্যর্থতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ক্রিকেটপ্রেমীদের মন্তব্য, খেলায় জয়-পরাজয় অবশ্যম্ভাবী। তবে এমন লজ্জা জনক ভাবে পরাজয় মেনে নেওয়া একপ্রকার অসম্ভব।

Related Articles

Back to top button