গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে একরকম লজ্জাজনকভাবে পরাজয় ঘটছে টিম ইন্ডিয়ার। আর এই বিষয় নিয়ে যে অধিনায়ক রোহিত শর্মা একদমই সন্তুষ্ট নন তা বোঝা গেছে তার মন্তব্যে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে লজ্জাজনকভাবে হারার পর অধিনায়ক রোহিত শর্মা ভারতীয় ব্যাটসম্যানদের এক হাতে নিয়েছেন।
ম্যাচ হারার পর অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘প্রথমত আমরা খুব কম স্কোর করেছিলাম। বোর্ডে খুব বেশি রান ছিল না। যদিও পিচ ব্যাটিংয়ের জন্য একদম উপযুক্ত ছিল। এটা মানতেই হবে। বলতে গেলে একরকম ভাবে আমাদের ব্যাটিং বিপর্যয় ঘটেছে। দলের জন্য কারোর ব্যাট থেকে লম্বা ইনিংস আসেনি। আমরা বোলারদের জন্য লড়াই করার মতো রান সংগ্রহ করতে পারেনি। এ কথা স্বীকার করে নিতেই হবে, গতকাল পরাজয়ের পেছনে আমাদের ব্যাটিং ব্যর্থতাই দায়ী।’
তবে ম্যাচের শেষ ওভারে আভেশ খানকে দিয়ে বোলিং করানোর ব্যাপারে প্রশ্ন উঠলে রোহিত শর্মা বলেন, ‘এমন পরিস্থিতিতে তরুণদের সুযোগ দেওয়া উচিত। আমরা জানি ভুবি আমাদের জন্য কী করে। বিগত কয়েক বছর ধরে তিনি তা করে আসছেন। তবে এবার আভেশ খান কিংবা আরশদীপের মতো তরুণ ক্রিকেটারদের সেই দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার সময় এসেছে। আপনি তাদের সুযোগ না দিলে কখনোই বুঝতে পারবেন না,কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে রয়েছে।’
ম্যাচের প্রসঙ্গে বলতে গিয়ে রোহিত শর্মা আরও বলেন,’ আমি বোলারদের পারফরম্যান্সে খুশি। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে।’ আপনাদের জানিয়ে রাখি, গতকাল ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে মাত্র ১৩৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ১৩৯ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেই ৫ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ক্যারিবিয়ানরা। বর্তমানে ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ১-১ ব্যবধানে সমতা বজায় করছে।