সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে ব্যাট হাতে লজ্জাজনক ভাবে ব্যর্থ হয়েছেন তিনি। শুধু তাই নয়, নেতা হিসেবে নিজের দায়িত্ব গৌরবের সাথে পালন করতে পারেননি হিটম্যান। ফলশ্রুতিতে বিভিন্ন মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের দ্বারা রীতিমতো সমালোচিত হচ্ছেন তিনি।
আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০২৩ আইপিএলে রোহিত শর্মা একাধিক লজ্জাজনক রেকর্ড নিজের নামে অন্তর্ভুক্ত করেছেন। যার মধ্যে ওপেনার হিসেবে সর্বনিম্ন রানের পাশাপাশি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন ডাক’ পাওয়ার মত ঘটনা রয়েছে। উল্লেখ্য, শুরুতেই পয়েন্টস টেবিলের তলদেশে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স চতুর্থ দল হিসেবে সুপার ফোরে জায়গা নিশ্চিত করলেও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে গুজরাটের কাছে ৬২ রানের বিশাল ব্যবধানে হারে।
ওই ম্যাচে পুরো আইপিএলের আসরে ব্যাট হাতে চরমভাবে ব্যর্থ রোহিত শর্মার দিকে তাকিয়ে ছিলেন মুম্বাইয়ের সমর্থকরা। তারা আশা করেছিলেন, অন্তত গুরুত্বপূর্ণ ম্যাচে রান করবেন তাদের অধিনায়ক। তবে সেই ম্যাচেও হতাশা জনক পারফরমেন্স করেন তিনি। ৭ বল মোকাবেলা করে মাত্র ৮ রান সংগ্রহ করে সাজঘরে ফেরেন মুম্বাইয়ের অধিনায়ক।
যদি ২০২৩ আইপিএলে রোহিত শর্মার ব্যর্থতার কথা বলি, তবে তিনিই একমাত্র ওপেনিং ব্যাটসম্যান যিনি সর্বনিম্ন গড়ে রান করেছেন। রোহিত শর্মা ১৬ ম্যাচ খেলে মাত্র ২০.৭৫ গড়ে ৩৩২ রান করেছেন। উল্লেখ্য, ২০২২ সালে তিনি মাত্র ২৮৬ রান করেছিলেন। ২০২৩ আইপিএলে রোহিতের দ্বিতীয় ব্যর্থতার রেকর্ড সম্পর্কে যদি বলি তবে তিনি পরপর দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ (১৬ বার) ভারতীয় প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন ডাক’ পাওয়ার রেকর্ড গড়েছেন। যেখানে এই তালিকায় সর্বোচ্চ ১৭ বার ‘গোল্ডেন ডাক’ পেয়ে শীর্ষস্থানে রয়েছেন দীনেশ কার্তিক।