দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৩ রা নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে তার বদলে ক্যাপ্টেনের দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা।
এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রান রয়েছে বিরাট কোহলির। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। মাত্র ৭ রান পিছনে রয়েছেন রোহিত। বিরাট যেহেতু এই সিরিজে খেলছেন না তাই রোহিতের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে বিরাটকে টপকে শীর্ষস্থান দখল করার। এক ম্যাচে বিরাট রোহিতকে পিছনে ফেলেছেন তো পরের ম্যাচে রোহিত বিরাটকে। তাদের দুজনের মধ্যে যেন শীর্ষ স্থান দখলের প্রতিদ্বন্দ্বিতা চলছে।
টি-টোয়েন্টিতে এই মুহূর্তে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রহকারী
১) বিরাট কোহলি ২৪৫০ (৬৭ ইনিংসে)
২) রোহিত শর্মা ২৪৪৩ (৯০ ইনিংসে)
৩) মার্টিন গাপটিল ২২৮৫ (৭৬ ইনিংসে)
৪) শোয়েব মালিক ২২৬৩ (১০৪ ইনিংসে)
৫) ব্রেন্ডন ম্যাকালাম ২১৪০ (৭০ ইনিংসে)