Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IND Vs SL: আজ দ্বিতীয় ODI ম্যাচে নিজের ভুল শুধরাবেন রোহিত শর্মা, করবেন এই ফ্লপ ক্রিকেটারকে বহিষ্কার

Updated :  Thursday, January 12, 2023 8:48 AM

আজ ক্রিকেটের ঐতিহাসিক গ্রাউন্ডে শ্রীলংকার বিপক্ষে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। ইতিপূর্বে গুয়াহাটিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম একদিনের ম্যাচে ৬৭ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে ভারত। যে ম্যাচে বিরাট কোহলির ব্যক্তিগত শত রানের চোখ ধাঁধানো ইনিংসের উপর ভর করে ভারত নির্ধারিত ওভার ব্যাটিং করে শ্রীলংকার সামনে ৩৭৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা রেখেছিল। পাহাড় সমান এই রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৩০৬ রানে থেমে যায় শ্রীলংকা। ফলশ্রুতিতে ৬৭ রানে ম্যাচ জিতে সিরিজ জয়ের বেশ কাছে পৌঁছে গেছে রোহিত বাহিনী।

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে আজকের ম্যাচে ভারতীয় একাদশে একটি বিশেষ পরিবর্তন আনতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। মিডল ওর্ডারে অতিরিক্ত রানের উদ্দেশ্যে দলের ফ্লপ ক্রিকেটারকে বাইরের রাস্তা দেখাতে পারেন তিনি। আসলে বিগত কয়েক মাস ধরে দলের বোঝা হয়ে উঠেছেন ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান কে এল রাহুল। বিগত ম্যাচেও মাত্র ৩৯ রান করে সাজঘরে ফিরেছিলেন তিনি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে ব্যর্থ এই ক্রিকেটারকে দলচ্যুত করে সূর্য কুমার যাদবকে একাদশে অন্তর্ভুক্ত করতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।

বর্তমানে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেটার সূর্য কুমার যাদব। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে তুলে নিয়েছিলেন ব্যক্তিগত শতক। তবে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে দল ঘোষণার পর হতবাক হয়েছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কারণ, সেই দলের নাম ছিল না বিধ্বংসী ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের। তার স্থানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড় সুযোগ দিয়েছিলেন কে এল রাহুলকে।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তর্ক বিতর্কে জড়িয়ে ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কেউ কেউ তো সরাসরি রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মার ওপর আরব লাগিয়েছিলেন যে, শুধুমাত্র কে এল রাহুলকে দলে অন্তর্ভুক্ত করার জন্য তাকে উইকেট রক্ষক হিসাবে একাদশে সুযোগ দিয়েছেন তারা। কেউ কেউ মনে করছিলেন যে, চরম রাজনীতির শিকার হয়েছেন সূর্য কুমার যাদব। তা না হলে ফর্মের চরম সীমায় থাকার পরেও কেন তাকে একাদশের বাইরে রাখলেন অধিনায়ক রোহিত শর্মা?