খেলাক্রিকেট

আজ কি দলে ফিরবেন পান্ডিয়া? একাদশ থেকে কে বাদ পড়বেন? বড় আপডেট দিল রোহিত শর্মা

১৯শে অক্টোবর পুনের গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে ডান পায়ের গোড়ালিতে গভীর চোট পান ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

Advertisement

২০২৩ ওডিআই বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছেন রোহিত শর্মার টিম ইন্ডিয়া। এই মুহূর্তে ভারতীয় দল ১২ পয়েন্ট সহ পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। যদিও ৭ ম্যাচের মধ্যে ৬টি-তে জয়লাভ করে রান রেটের সুবাদে এই মুহূর্তে পয়েন্টস টেবিলের শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয় অর্জন করলেই পয়েন্টস টেবিলের শীর্ষে পৌঁছাবে বিরাট কোহলিরা।

তবে চলতে বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করলেও দুশ্চিন্তায় রাত্রি যাপন করছেন ভারতীয় ক্রিকেটাররা। কারণ, চোটের কারণে বিগত কয়েকটি ম্যাচে মাঠে নামতে পারছেন না ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ফলশ্রুতিতে, অতিরিক্ত বোলিং বিকল্পের পাশাপাশি একজন ব্যাটিং বিকল্পও হাড়ে হাড়ে অনুভব করছে টিম ইন্ডিয়া। এদিকে, আগামীকাল মাঠে নামার পূর্বে সংবাদ মাধ্যমে হার্দিক পান্ডিয়াকে নিয়ে বড় তথ্য দিয়েছেন দলের অধিনায়ক রোহিত শর্মা।

এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমরা প্রতিমুহূর্তে হার্দিক পান্ডিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছি। প্রত্যাশমত তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে আমরা তাকে বিশেষ মুহূর্তে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দলে ফিরে পেতে চাই। হার্দিক পান্ডিয়া আমাদের দলের অন্যতম সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। সে কারণে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত আমরা তার জন্য অপেক্ষা করবো। আজ শ্রীলংকার বিপক্ষে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স পাবে না টিম ইন্ডিয়া।”

উল্লেখ্য, ১৯শে অক্টোবর পুনের গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে ডান পায়ের গোড়ালিতে গভীর চোট পান ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। যার পরিপ্রেক্ষিতে নিজের ব্যক্তিগত প্রথম ওভার শেষ না করেই মাঠের বাইরে যান তিনি। যদিও ঐ ম্যাচে আর মাঠে প্রত্যাবর্তন করেননি হার্দিক পান্ডিয়া। উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে গোড়ালিতে চোট পাওয়ার পর বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে চিকিৎসরত রয়েছেন ভারতের এই তারকা অলরাউন্ডার।

Related Articles

Back to top button