Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Rohit Sharma: ৫ কোটি টাকা দিয়ে সাধের বাংলো বিক্রি করলেন রোহিত শর্মা

Updated :  Friday, July 2, 2021 9:52 AM

রিয়েলটি সেক্টরের অন্যতম বড় লেনদেনে ক্রিকেটার রোহিত শর্মা তার লোনাভলা ভিলা ৫.২৫ কোটি টাকায় বিক্রি করেছেন। প্রায় ৬,৩২৯ বর্গফুট বিস্তৃত এই সম্পত্তিটি মুম্বাই ভিত্তিক ক্রেতা সুষমা অশোক সরাফ কিনেছেন। রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, শর্মা এই চুক্তির স্ট্যাম্প ডিউটি হিসাবে ₹২৬.২৫ লক্ষ টাকা প্রদান করেছেন। চুক্তিটি ১ জুন, ২০২১ তারিখে নিবন্ধিত হয়।

লোনাভলা অন্যতম জনপ্রিয় গন্তব্য। মুম্বাই এবং পুনের অনেক বাসিন্দা সেখানে তাদের দ্বিতীয় বাড়ি কিনেছেন। লোনাভালার রিয়েল এস্টেট এবং আতিথেয়তা নিয়ে কাজ করা সাফাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অনুজ গাঙ্গোয়ার বলেন, হিল স্টেশনটি বিভিন্ন কারণে জনপ্রিয়। “এটির চমৎকার সংযোগ রয়েছে কারণ মুম্বাইয়ের নাগরিকরা দুই ঘন্টার মধ্যে আসতে পারে, স্থানীয় খাবার থেকে মহাদেশীয় বিভিন্ন ধরণের খাবারের উপলব্ধতা থাকে, বিভিন্ন মনোরম জায়গা পরিদর্শনের জন্য দুর্দান্ত কাঠামো রয়েছে” বলেন গাঙ্গোয়ার।

২০১৬ সালের জানুয়ারি মাসে লোনাভালার পাহাড়ে ঘেরা মনোরম পরিবশে ওই বাংলো কিনছিলেন ভারতীয় ক্রিকেটার। ওই বাড়িটি কিনতে তখন রোহিতের ৬ কোটি টাকা খরচ হয়েছিল বলে জানা গেছে। আচমকা সেই বাড়িটি কেন বিক্রি করলেন রোহিত, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে সেটার কোন উত্তর পাওয়া যায়নি। বর্তমানে সপরিবারে ইংল্যান্ড সফরে রয়েছেন হিটম্যান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট হাতে সেভাবে সাড়া জাগাতে না পারলেও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে রোহিত নিজের সেরাটুকু দেবেন বলে আশা রাখছে ক্রিকেট প্রেমীদের।