টেক বার্তা

৩৮ বছর আগে রয়্যাল এনফিল্ড খুব সস্তা ছিল, হাতখরচের টাকায় বুলেট

Advertisement

বুলেট অনেকেরই খুব পছন্দের একটা বাইক। আগের মতো এখনও বাইক প্রেমীদের মধ্যে এই বাইক নিয়ে চর্চা রয়ে গিয়েছে। বর্তমানে অনেক এনফিল্ড বাইক নিয়ে অনেক আলোচনা হয়। রয়্যাল এনফিল্ড বুলেট মানুষের হৃদয়ে রাজত্ব করছে। বৃদ্ধ থেকে শুরু করে তরুণ সবাই সমীহ করে চলে এই টু হুইলারটিকে। যদি এর দামের কথা জিজ্ঞাসা করেন তাহলে জেনে রাখা ভালো যে রয়্যাল এনফিল্ড বাইকের দাম এখন এক লাখ টাকার বেশি। কিন্তু আপনি কি জানেন যে আগে এর দাম আগে খুব কম ছিল। আসুন আপনাকে এটি সম্পর্কে জেনে নেওয়া যাক।

সোশ্যাল মিডিয়ায় কখন কি ভাইরাল হয় সেটা বলা মুশকিল। একটি পুরানো বিলের ছবি খুব দ্রুত ভাইরাল হচ্ছে। ১৯৮৬ সালে কেনা রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ এর একটি বিল ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। এই বিলের দাম দেখে আপনি অবাক হয়ে যাবেন। আজ যে দামে একটি ভাল স্মার্টফোন পাওয়া যায় না তখন সেই দামে একটি রয়্যাল এনফিল্ড বুলেট কিনে নিতে পারত মানুষ। ভাইরাল হওয়া এই বিল অনুযায়ী বাইকটির অন-রোড মূল্য ১৮,৭০০ টাকা। আপনি জেনে অবাক হবেন যে এই বিলটি ৩৬ বছরের পুরানো। এই বিলটি আনুমানিক ১৯৮৬ সালের।

royal enfield bullet 1986 Price

প্রসঙ্গত, রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ স্ট্যান্ডার্ড মডেলের ভাইরাল বিল জারি করেছিল ঝাড়খণ্ডের সন্দীপ অটো কোম্পানি। খুব কম লোকই এই সম্পর্কে জানেন। এই রয়্যাল এনফিল্ড বুলেটটি ১৯৮৬ সালে এনফিল্ড বুলেট নামে পরিচিত ছিল। সে সময় আজকের মতো এই মোটরসাইকেলটি তার শক্তিশালী মানের জন্য বাজারে পরিচিত ছিল। ওই সময় এই বাইকটি পুলিশের কাজে ব্যবহৃত হতো। প্রকৃতপক্ষে রয়্যাল এনফিল্ড বুলেট কোম্পানির প্রাচীনতম বাইকগুলির মধ্যে একটি। এরই মধ্যে খবর, খুব শিগগিরই ভারতে লঞ্চ হতে চলেছে ৬৫০ সিসি ইঞ্জিনের নতুন বুলেট। রয়্যাল এনফিল্ড বুলেট বাজারে লঞ্চ হচ্ছে মাত্র ৩৫০ সিসি ও ৫০০ সিসি ইঞ্জিন অপশন নিয়ে।

Related Articles

Back to top button