টেক বার্তা

Royal Enfield Bullet 350: তৈরি থাকুন রয়েল এনফিল্ডের নতুন বুলেট বাইকের জন্য, ৩৫০ সিসি সেগমেন্টে ঝড় তুলতে আসছে

এই নতুন বাইকটি ভারতের বাজারে ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে মনে করা হচ্ছে

Advertisement

বাইকের জন্য ভারতের বাজার এখন অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। সম্প্রতি হারলে ডেভিডসন এবং ট্রায়াম্ফের মতো কোম্পানি ভারতের তাদের সস্তা বাইক লঞ্চ করেছে। দুটি বাইকই ৪০০ সিসি সেগমেন্টে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে ভারী বাইকের সেগমেন্টে ভারতের সবথেকে বড় কোম্পানি রয়েল এনফিল্ড। এবারে তারা একটি নতুন বাইক লঞ্চ করার প্রস্তুতি নিতে শুরু করেছে। জানা যাচ্ছে ৩০ আগস্ট ভারতীয় বাজারে এই নতুন বাইক লঞ্চ হতে পারে। এই বাইকটি মূলত Bullet 350 এর আদলে তৈরি করা হবে। রয়েল এনফিল্ড কোম্পানিটি বেশ কয়েকবার এই বাইকের টেস্টিং করেছে। এই বাইকটি মূলত J প্লাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই এই প্রযুক্তি ব্যবহার হয়েছে রয়েল এনফিল্ড কোম্পানির ক্লাসিক ৩৫০ ও হান্টার ৩৫০ বাইকে। আর এবারে বুলেট ৩৫০ বাইকে আসবে এই নতুন প্রযুক্তি।

নতুন বুলেট ৩৫০ বাইকে ওই একই ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হবে। এটি হতে চলেছে একটি অয়েল কূল ইঞ্জিন। এই ইঞ্জিনের পাওয়ার এবং টরক আউটপুট যথাক্রমে ১৯.৯ বিএইচপি এবং ২৭ নিউটন মিটার। এই গিয়ার বক্সের সাথে একটি ৫ স্পিড ইউনিট যুক্ত করা হবে। তবে বুলেটের স্পেসিফিকেশনের এর সাথে মানানসই এই ইঞ্জিনটিকে পুনরায় টিউন করা হতে পারে।

এই বাইকে আপনারা পাবেন সিঙ্গেল পিস সিট এবং স্পোক রিম। ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথে একটি অ্যানালগ স্পিডোমিটার এবং ফুয়েল গেজের সাথে একটি ছোট ডিজিটাল রিড আউট টেকনোলজি ব্যবহার করা হবে। এই বাইকের চাসিস ক্লাসিক ৩৫০ এর মতোই হতে চলেছে। এই বাইকের সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের দিকে গ্যাস চার্জড অ্যাবজর্বার দেওয়া হতে পারে। পিছনের দিকে থাকবে ড্রাম ব্রেক এবং সামনের দিকে থাকবে ডিস্ক ব্রেক। তবে রয়েল এনফিল্ড একটি রিয়ার ডিস্ক ব্রেক ভেরিয়েন্টও নিয়ে আসবে। তবে এই দামের ট্যাগ বুলেট ৩৫০কে অনেকটা আকর্ষণীয় করে তুলবে বলে ধারণা বাইক বিশেষজ্ঞদের। এই নতুন বাইকের দাম ১.৫ লক্ষ টাকা থেকে শুরু হবে এবং সর্বাধিক দাম হবে ১.৭৫ লক্ষ টাকা। পরবর্তী লাইন আপ ক্লাসিক ৩৫০ এর দাম ১.৯৩ লক্ষ টাকা থেকে শুরু। ফলে এই বাইকটি রয়েল এনফিল্ড কোম্পানির অন্যান্য বাইকের থেকে অনেকটা বেশি সস্তা। তাই যারা কম দামের মধ্যে বুলেট কিনতে চাইছেন তাদের জন্য এটি একেবারে আদর্শ।

Related Articles

Back to top button