টেক বার্তা

লঞ্চ হল Royal Enfield Himalayan 452, বুকিংও শুরু হয়েছে, জানুন গাড়ির দাম

Advertisement

বহুল প্রতীক্ষিত রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫২ বাইকটি লঞ্চ করা হয়েছে। মোটরসাইকেল ফেস্টিভ্যাল মোটোভার্স ২০২৩-এ এই বাইকটি লঞ্চ করা হয়েছে। গোয়ায় এই উৎসবের আয়োজন করা হয়েছে। আইশার মোটর প্রথম ইআইসিএমএ ২০২৩-এ এই বাইকটি উন্মোচন করে। ভারতে এই বাইকটির বুকিং শুরু হয়েছে ইতিমধ্যে। ২০২৪ সালের মার্চ মাস থেকে ইউরোপেও এই বাইকটির বুকিং শুরু হবে।

বাইক প্রেমীরা দীর্ঘদিন ধরে রয়্যাল এনফিল্ডের এই বাইকের জন্য অপেক্ষা করছিলেন। রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫২ বিশেষ অফারে ২,৬৯,০০০ টাকায় বুক করা যাবে ৩১ ডিসেম্বর, ২০২৩ পর্যন্ত। এই বাইকটি ৩টি ভ্যারিয়েন্ট এবং ৫টি কালারে লঞ্চ করা হয়েছে। রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫২ লঞ্চ করার পাশাপাশি বুকিংয়ের জন্য উপলব্ধ। ভারতে এর প্রারম্ভিক মূল্য ২.৬৯ লক্ষ টাকা, যা ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত প্রযোজ্য।

Royal Enfield Himalayan 452 launch

যুক্তরাজ্যের জন্য এর দাম রাখা হয়েছে ৫৭৫০ পাউন্ড এবং ইউরোপের অন্যান্য বাজার যেমন স্পেন, ফ্রান্স, জার্মানি এবং ইতালির জন্য ৫৯০০ ইউরো। রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫২ তিনটি ভ্যারিয়েন্ট বেস, পাস এবং সামিট ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। কালার অপশনের কথা বলতে গেলে পাস বা মিড ভ্যারিয়েন্টে বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে কাজা ব্রাউন, পপি ব্লু এবং হিমালয়ান সল্ট, সামিটে পাওয়া যাচ্ছে হ্যানলে ব্ল্যাক ও কামেট হোয়াইট।

ভারতে এই বাইকটির বিভিন্ন রঙ এবং ভ্যারিয়েন্ট এর দাম- বেস মডেলে শুধুমাত্র কাজা ব্রাউন কালার পাওয়া যায় এবং এর এক্স-শোরুম দাম ২.৬৯ লক্ষ টাকা। মাঝখানে দুটি কালার অপশন রয়েছে অর্থাৎ পাস ভ্যারিয়েন্ট। হিমালয়ান সল্ট কালারের দাম ২.৭৪ লক্ষ টাকা এবং পপি ব্লু রঙের দাম ২.৭৯ লক্ষ টাকা। সামিট ভ্যারিয়েন্টটি দুটি রঙে পাওয়া যাবে। কামেত হোয়াইট রঙের দাম ২.৭৯ লক্ষ টাকা এবং হ্যানলে ব্ল্যাক রঙের দাম ২.৮৪ লক্ষ টাকা। এটি এক্স-শোরুম মূল্য।

Related Articles

Back to top button