Royal Enfield-এর বিশাল চমক, প্রথম ইলেকট্রিক বাইক আনছে এনফিল্ড
এই বাইকটি ভারতের বাজারে এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে
খুব শীঘ্রই এবারে বাজারে আসতে চলেছে রয়েল এনফিল্ড কোম্পানির নতুন ইলেকট্রিক বাইক। অবশেষে ভারতের বাজারে রয়েল এনফিল্ড তাদের হিমালয়ান সিরিজের ইলেকট্রিক বাইক আনতে চলেছে বলে জানা গিয়েছে। ভারতের শীর্ষস্থানীয় মোটরসাইকেল কোম্পানি EICMA 2023 ইভেন্টে তার প্রথম বৈদ্যুতিক বাইকের ধারণা উন্মোচন করেছে। কোম্পানি জানাচ্ছে, এটাই এই বাইকের কোম্পানির প্রথম ইলেকট্রিক বাইক। কোম্পানি এই ইভেন্টে নতুন হিমালয়ান ৪৫২ বাইকটিকেও পেশ করেছে। এর ব্যাপারে বলতে গেলে, এটি রয়্যাল এনফিল্ডের প্রথম বাইক যা লিকুইড কুলড ইঞ্জিনের সাথে আসে।
Royal Enfield Himalayan 452 এই কোম্পানির সবথেকে নতুন বাইক। এই বাইকে অনেক প্রিমিয়াম উপাদান পাবেন যা এই বাইকটিকে একটি দুর্দান্ত অফ-রোডার মোটরসাইকেল করে তুলেছে। কোম্পানির জানিয়েছে, নতুন হিমালয়ান বর্তমান হিমালয়ান ৪১১ থেকে ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে। এই বাইকটি বিশ্বের সর্বোচ্চ পাস – উমলিং-লা পাসেও পরীক্ষা করা হয়েছে
রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক বাইক
রয়েল এনফিল্ডের এই নতুন বাইকটি অনেকদিন ধরেই ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। তবে, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রয়্যাল এনফিল্ড তাদের প্রথম ইলেকট্রিক বাইক রয়্যাল এনফিল্ড হিম-ই বিশ্বের সামনে পেশ করেছে। কোম্পানি EICMA 2023-এ আসন্ন বৈদ্যুতিক বাইকের একটি ধারণা উপস্থাপন করেছে। এর নকশা আপনাকে আসল হিমালয়ানের কথা মনে করিয়ে দিতে পারে। কোনোভাবেই মনে হয়না এটা কোনো ইলেকট্রিক বাইক।
এই নতুন ইলেকট্রিক বাইক ভারতের অন্যান্য রয়েল এনফিল্ডার তুলনায় কিছুটা অন্যরকম হবে। এই বাইকের উইন্ডশীল্ড হিমালয়ানের অন্যান্য মডেলের থেকে আলাদা হবে। সবদিক থেকেই এই বাইকটি রয়েল এনফিল্ড হিমালয়ানের সাধারণ মডেলের থেকে বড়। এমনিতে যেখানে ফুয়েল ট্যাংক থাকে, সেখানে থাকবে ব্যাটারি। তবে, মনে রাখতে হবে এটা কিন্তু শুধুমাত্র একটি বৈদ্যুতিক বাইকের ধারণা। এরকম আকারেই এই বাইক আসবে সেটা নিয়ে কোনো নিশ্চয়তা কিন্তু এখনই দিচ্ছেনা রয়েল এনফিল্ড।