লঞ্চ হল Royal Enfield Meteor 350, দেখুন Top 5 চমকপ্রদ ফিচার

রাইডারদের জন্য সুখবর! ২০২৫ সালের জন্য নতুন সাজে ফিরে এল রয়্যাল এনফিল্ড মিটিয়র 350। সংস্থার এই জনপ্রিয় ক্রুজার বাইকে যুক্ত হয়েছে একাধিক আধুনিক ফিচার, পাশাপাশি দেওয়া হয়েছে একাধিক নতুন রঙের বিকল্প। ফলে বাইকপ্রেমীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠল এই মডেল।
সাতটি নতুন রঙ
মিটিয়র 350-এর নতুন লাইনআপে এসেছে চারটি ভ্যারিয়েন্ট—ফায়ারবল, স্টেলার, অরোরা ও সুপারনোভা। এদের মধ্যে মোট সাতটি নতুন কালার অপশন যোগ হয়েছে। নতুন রঙের সংযোজন বাইকটির লুককে করেছে আরও আক্রমণাত্মক ও প্রিমিয়াম।
আধুনিক ফিচারের ছোঁয়া
এবারের আপডেটে ফিচারের দিক থেকেও বড় পরিবর্তন দেখা গিয়েছে। সব ভ্যারিয়েন্টেই এখন মিলবে LED হেডলাইট, LED টার্ন ইন্ডিকেটর, ট্রিপার নেভিগেশন পড, USB Type-C ফাস্ট চার্জিং পোর্ট, অ্যাসিস্ট-অ্যান্ড-স্লিপ ক্লাচ এবং অ্যাডজাস্টেবল লিভার। এমনকি বেস ভ্যারিয়েন্ট ফায়ারবলকেও আরও উন্নত করে তোলা হয়েছে।
নির্ভরযোগ্য ইঞ্জিন
শক্তির দিক থেকে এখনও ভরসা করা হচ্ছে পুরনো 349cc J-সিরিজ ইঞ্জিনের উপর, যা 20.2 bhp পাওয়ার ও 27Nm টর্ক উৎপাদন করে। দীর্ঘ যাত্রায় মসৃণ পারফরম্যান্সের জন্য এই ইঞ্জিন পরিচিত। সঙ্গে রয়েছে যথেষ্ট ফুয়েল ইকোনমি।
কাস্টমাইজেশনের সুযোগ
রাইডারদের ব্যক্তিগত পছন্দ মাথায় রেখে সংস্থা এবার এনেছে দুই নতুন অ্যাক্সেসরি কিট—Urban Kit এবং Grand Tourer Kit। এর সাহায্যে বাইক কাস্টমাইজ করা যাবে আলাদা থিমে। সিট, হ্যান্ডেলবার, ফগ লাইট সহ আরও নানা অংশে পরিবর্তন করে বাইককে দেওয়া যাবে ব্যক্তিগত ছোঁয়া।
বাড়তি ওয়ারেন্টি সুবিধা
গ্রাহক সুরক্ষায় রয়্যাল এনফিল্ড এবার দিচ্ছে বাড়তি নিশ্চয়তা। এখন মিটিয়র 350-এ মিলবে সর্বোচ্চ ৭ বছরের ওয়ারেন্টি ও রোডসাইড অ্যাসিস্ট্যান্স। এর মধ্যে রয়েছে বাড়তি চার বছর বা ৪০,০০০ কিলোমিটার কভারেজ, যা স্ট্যান্ডার্ড তিন বছর বা ৩০,০০০ কিলোমিটারের সঙ্গে যুক্ত হবে।
বাজারে প্রত্যাশা
ক্রুজার সেগমেন্টে মিটিয়র 350 বরাবরই জনপ্রিয়। নতুন আপডেটের ফলে প্রতিযোগিতায় বাইকটির অবস্থান আরও মজবুত হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আধুনিক ফিচার, নতুন রঙ এবং কাস্টমাইজেশনের সুযোগে এই বাইক নিঃসন্দেহে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।