Royal Enfield new bike launch: নতুন বছরে নতুন বাইক আনছে রয়েল এনফিল্ড, রইলো মডেলের ব্যাপারে সবকিছু
বিশ্ব বাজারে এবারে লঞ্চ হচ্ছে একটি নতুন রয়েল এনফিল্ড
বিশ্ব বাজারে আবারো রাজ করতে ব্যাক করছে যুবকদের প্রথম পছন্দ রয়েল এনফিল্ড। কিন্তু তা সত্বেও সমস্যায় পড়লো রয়েল এনফিল্ড। ডিসেম্বরের বিক্রি নিয়েই এবারে চিন্তায় পড়লো এই কোম্পানিটি। যদিও এইবার অটো এক্সপোতে ভালো প্রদর্শন করছে এই কোম্পানিটি। কোম্পানি জানিয়েছে, খুব শীঘ্রই Super Meteor 650 বাইকের দুটি ভেরিয়েন্ট লঞ্চ করতে চলেছে কোম্পানিটি। এই ভারিয়েন্ট পাওয়া যাবে ইন্টারস্টেলার (ধূসর ও সবুজ), অ্যাস্ট্রাল (নীল, কালো ও সবুজ) বিকল্প। যদিও এই বাইকের Tourer সেলসিয়াল ভেরিয়েন্ট (নীল ও লাল)। এটি হবে কোম্পানির তৃতীয় বাইক যেটি ৬৫০ সিসি প্ল্যাটফর্মে আসবে।
অন্যদিকে, এই কোম্পানি আবারো তাদের নতুন প্রজন্মের একটি বুলেট ৩৫০ বাজারে আনতে চলেছে। এই বাইকটি কোম্পানির J লাইনআপের উপরে আসছে। এই বাইকে কোম্পানি Meteor 350, Classic 350 এবং Hunter 350-এর মতো একই ইঞ্জিন পাওয়া দেবে। এর দাম বর্তমান মডেলের থেকে বেশি হতে পারে।
Royal Enfield ২০২৩ সালে দেশে আরেকটি নতুন বাইক, Himalayan 450 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এটি লিকুইড-কুলিং সহ সর্বকালের সবচেয়ে উন্নত রয়্যাল এনফিল্ড ইঞ্জিনে চলে। সম্প্রতি রয়্যাল এনফিল্ড ডিসেম্বরের সেলস রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে কোম্পানি জানিয়েছে , তাদের বিক্রি ৭% হ্রাস পেয়েছে। গত ডিসেম্বর মাসে, কোম্পানি মোট ৬৮,৪০০ ইউনিট বাইক বিক্রি করেছিল।