Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতের বাজারে শীঘ্রই আসছে রয়েল এনফিল্ডের নতুন বাইক, দেখুন কী কী ফিচার থাকছে?

Updated :  Saturday, June 4, 2022 2:45 PM

যারা বাইক পছন্দ করেন তাদের কাছে রয়েল এনফিল্ড সবথেকে ভালো কিছু বাইকের মধ্যে একটি হয়ে উঠেছে এই মুহূর্তে। ভারতে যে কয়টি প্রিমিয়াম বাইক রয়েছে তাদের মধ্যে রয়েল এনফিল্ড অন্যতম। সাধারনত খুব একটা কম দামে বাইক রয়েল এনফিল্ড বানায় না। কিন্তু এবারে একেবারে এন্টি লেভেলে একটি নতুন বাইক লঞ্চ করতে চলেছে কোম্পানি। নিজের সেগমেন্টের সব থেকে সস্তা বাইক হিসেবে সামনে আসবে এই বাইক। যদি আপনি রয়াল এনফিল্ড এর এই মোটরসাইকেল কিনতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে একটি দুর্দান্ত অফার।

আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে রয়েল এনফিল্ড এর হান্টার ৩৫০। এই বাইকটি আদতে ৩৫০ সিসি সেগমেন্ট এর সব থেকে সস্তা বাইক। সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই এই বাইকের নানারকম গুনগান ছড়িয়ে পড়েছে। এই বাইকের কিছু টেস্টিং এর ছবি সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগেই আপলোড হয়েছিল। এই সমস্ত ছবি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং হয়ে উঠেছে ভাইরাল। একটা লম্বা সময় পর্যন্ত এই বাইকে টেস্টিং করেছিল কোম্পানি। এই বাইক দেখতে অত্যন্ত দমদার এবং তার সাথেই থাকছে অত্যন্ত ভালো কিছু ফিচার।

ভারতের বাজারে শীঘ্রই আসছে রয়েল এনফিল্ডের নতুন বাইক, দেখুন কী কী ফিচার থাকছে?

হান্টার ৩৫০ বাইকে আপনারা ক্লাসিক এবং মিটিওর রেঞ্জের ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যেতে চলেছেন। এই ইঞ্জিনটি ২০.২ বিএইচপি পাওয়ার জেনারেট করতে পারে এবং ২৭ ন্যানোমিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এই বাইকে আপনারা ৫ স্পীড গিয়ারবক্স পেয়ে যেতে চলেছেন। রয়েল এনফিল্ড অন্যান্য বাইকের থেকে অনেক বেশি পাওয়ারফুল এবং এই বাইক দুর্দান্ত সাউন্ড তৈরি করতে পারে। এই বাইকে আপনারা অনেকটা স্পোর্টি ডিজাইন পেয়ে যাবেন। কোম্পানি এই বাইকে ট্রিপল নেভিগেশনের সুবিধা দিয়েছে।

রয়েল এনফিল্ড তাদের মিটিওর ৩৫০-কে জে-প্লাটফর্মের উপর লঞ্চ করে দিয়েছে। তারপরে ক্লাসিক ৩৫০-কেও এই একই প্লাটফর্মের উপরে লঞ্চ করা হয়েছিল। এরপর কোম্পানি নিয়ে এসেছিল ইলেক্ট্রা ৩৫০। আর এই তিনটি বাইকের পর এবারে কোম্পানি আসতে চলেছে হান্টার ৩৫০। এটি হতে চলেছে রয়েল এনফিল্ড কোম্পানির একেবারে লেটেস্ট বাইক।