Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

RRB Group D Exam Date: রেলওয়ে গ্রুপ D পরীক্ষা শুরু হচ্ছে ১৭ নভেম্বর থেকে, অ্যাডমিট কার্ড নিয়ে রইল বড় খবর

Updated :  Tuesday, September 9, 2025 8:14 PM
RRB Group D Exam

আরআরবি গ্রুপ ডি পরীক্ষার অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য বড় খবর। ভারতীয় রেলওয়ে নিয়োগ বোর্ড (RRB) ঘোষণা করেছে, বহুল প্রতীক্ষিত RRB গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা ২০২৫ সালের ১৭ নভেম্বর থেকে শুরু হবে এবং ডিসেম্বরের শেষ পর্যন্ত একাধিক পর্যায়ে চলবে। এই পরীক্ষার মাধ্যমে মোট ৩২,৪৩৮টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হতেই প্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস এবং প্রস্তুতির চাপ আরও বেড়ে গিয়েছে।

পরীক্ষার সময়সূচী ও প্রবেশপত্র প্রকাশ

RRB জানিয়েছে, পরীক্ষার জন্য সিটি ইনটিমেশন স্লিপ পরীক্ষার ১০ দিন আগে প্রকাশ করা হবে। অর্থাৎ প্রার্থীরা কোন শহরে পরীক্ষা দেবেন, তার তথ্য নভেম্বরের প্রথম সপ্তাহেই জানা যাবে। এরপর প্রবেশপত্র (হল টিকিট) প্রকাশিত হবে পরীক্ষার চার দিন আগে, যা সম্ভবত ১১ বা ১২ নভেম্বর থেকে ডাউনলোড করা যাবে।

পরীক্ষার কাঠামো

গ্রুপ ডি পরীক্ষার জন্য সময়সীমা নির্ধারিত হয়েছে ৯০ মিনিট। পরীক্ষায় থাকবে নেগেটিভ মার্কিং, যেখানে প্রতি ভুল উত্তরে এক-তৃতীয়াংশ (⅓) নম্বর কাটা যাবে। প্রাথমিকভাবে প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)-তে অংশ নিতে হবে। এরপর সফল প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা (PET), নথি যাচাইকরণ (DV) এবং মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে চূড়ান্ত বাছাই হবে।

পরীক্ষার তারিখ দেখার নিয়ম

RRB স্পষ্ট করেছে, ঘোষিত তারিখ প্রাথমিকভাবে অস্থায়ী, প্রয়োজনে পরিবর্তন হতে পারে। পরীক্ষার আপডেট জানতে প্রার্থীদের নিয়মিতভাবে সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। বিশেষত RRB বিলাসপুর (rrbbilaspur.gov.in) এবং RRB মুম্বাই (rrbmumbai.gov.in) সাইট থেকে প্রার্থীরা পরীক্ষার সময়সূচী ও অন্যান্য নোটিশ দেখতে পারবেন।

উৎসবের আগে প্রস্তুতির বার্তা

বিশেষজ্ঞরা মনে করছেন, এত বড় নিয়োগ পরীক্ষা হওয়ায় প্রতিযোগিতা তীব্র হবে। তাই প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে—এখন থেকেই সঠিক সময় ব্যবস্থাপনা ও মক টেস্ট প্র্যাকটিসের দিকে জোর দিতে। কারণ, পরীক্ষার ধাপ একাধিক হওয়ায় প্রতিটি ধাপে আলাদা প্রস্তুতির প্রয়োজন রয়েছে।