সেলিব্রিটিদের তুলনায় তাদের সন্তানদের প্রতি আমাদের কৌতুহল বরাবরই বেশি। তারা খুব অল্প বয়স থেকেই স্পটলাইটে চলে আসে। ছোট থেকেই সৌন্দর্যের মধ্যে বড়ো হয়ে ওঠায় এমন হওয়াটাই স্বাভাবিক।
তেমনই একজন সেলিব্রিটি কন্যা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। বরাবরই নিজের গ্ল্যামার দিয়ে সবাই কে মুগ্ধ করে আসছে সুহানা। নতুন বছরের পার্টিতে আরও একবার সবাইকে তাক লাগিয়ে দিলো শাহরুখ কন্যা। নতুন বছরের পার্টিতে ব্ল্যাক ওয়ান শোল্ডার শর্ট একটি ড্রেসে তাকে দেখা যায়। ভারতীয় টাকায় যার দাম ২ লক্ষ ৭০ হাজার টাকা। এটি বিখ্যাত ব্র্যান্ড “বালমাইন প্যারিস” এর একটি কালেকশন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকালো এবং সিলভার রঙের সমন্বয়ে তৈরি ছিল সুহানার এই নিউ ইয়ার ড্রেস। একটি লম্বা হাতা ও ড্রাগন এমব্রয়ডারিও ছিল এতে। যদিও ড্রেসটিতে এখন ৪০ শতাংশ ছাড় রয়েছে তবে ভারতীয় মুদ্রায় এটির আসল মূল্য হল ২,৭২,৪৭৭। পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে নতুন বছরের সন্ধ্যায় এই ড্রেসটিতে তাকে অপূর্ব সুন্দরী লাগছিলো। অল্প সময়ের মধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান।

তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই বিতর্কও হয়েছে সুহানার এই ড্রেসের জন্যে। অনেকেই শাহরুখ কন্যাকে বাবার টাকায় আয়েশ না করে নিজে উপার্জন করে করার পরামর্শ দিয়েছেন। তবে একদল আবার মনে করছেন, বাবা মায়ের যেখানে আপত্তি নেই সেখানে বাকিদের মতামতের কি যায় আসে। তবে যতই বিতর্ক থাকনা কেনো, সুহানা তাঁর ড্রেসিং সেন্স ও স্টাইল নিয়ে সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন।