Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

একদম সস্তার প্ল্যান, পেয়ে যান প্রতিদিন ৩ জিবি ডেটা, বাম্পার প্ল্যান আনল Jio

Updated :  Wednesday, March 17, 2021 8:50 AM

সম্প্রতি Reliance Jio ৩৪৯ টাকার সস্তা প্ল্যানটিকে যুক্ত করেছে ট্রেন্ডিং ক্যাটাগরিতে। Jio এর ৯৯৯ টাকার প্ল্যানের সাথে ৩৪৯ টাকার প্রি পেইড প্ল্যানে প্রতিদিন ৩ জিবি ডেটা পাবেন। জিও ৩৪৯ টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং ও দিচ্ছে গ্রাহকদের জন্য। চলুন জেনে নেওয়া যাক প্ল্যানটি সম্পর্কে বিস্তারে,

৩৪৯ টাকার Jio এর রিচার্জ প্ল্যান : ৩৪৯ টাকার Jio প্রি পেইড প্ল্যানটির বৈধতা ২৮ দিন। এই প্ল্যানে গ্রাহক পাবেন ৩ জিবি ডেটা। অর্থাৎ গ্রাহককদে এই প্ল্যানে মোট ৮৪ জিবি ডেটা দেওয়া হবে। প্রতিদিন পাওয়া এই ডেটা শেষ হলে স্পীড কমে হয়ে যাবে ৬৪ kbps।

ভয়েজ কল সম্পর্কে কথা বললে, গ্রাহক এই প্ল্যানে পাবেন লোকাল এবং ISD কলের সুবিধা বিনামূল্যে। অন্যদিকে পাবেন দিনের ফ্রি ১০০ টি এসএমএস ও।

অন্যদিকে এই প্ল্যানে গ্রাহকদের জন্য কোম্পানির তরফ থেকে দেওয়া হচ্ছে Jio Apps এর সাবস্ক্রিপশন। অর্থাৎ গ্রাহকরা বিনামূল্যে পাবেন জিও টিভি, জিও সিনেমা, জিও নিউজ, জিও সিকিউরিটি এবং জিও ক্লাউডের মতো অ্যাপের সুবিধা