তৃণমূল থেকে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। তার এই বিজেপি যোগদানের পর টলিউড কলাকুশলীদের নানা মন্ত্যব্য ছুটে এসেছে। যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনের উদ্বোধনে এসে অভিনেতা পরিচালকরা তার আদর্শে প্রশ্ন তুললেন। পাশাপাশি টলিউডের অন্তরে কান পাতলে বর্তমানে সুবিধাবাদী রুদ্রনীল এর তীব্র বিরোধিতা চলছে। সকাল থেকেই বিভিন্ন অঞ্চলে রুদ্রনীলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়। তাই এবারে ডুমুরজলার বিজেপিতে যোগদান মঞ্চকে উত্তর দেওয়ার জায়গা হিসেবে বেছে নিলেন অভিনেতা। সেখানে দাঁড়িয়ে মুখ খুললেন রুদ্রনীল ঘোষ।
রুদ্রনীল বললেন,”যারা বক্তব্য রাখছেন তাদের কে বা কারা বক্তব্য রাখতে বলেছেন তা সবার কাছেই স্পষ্ট। তারা প্রত্যেকে আমার বন্ধু। শুভকামনা জানিয়ে মেসেজ করেছেন। তারা অনেক পুরস্কার এবং সম্মান পেয়েছেন। কিন্তু তারা কিছু নির্দেশ পেয়েছেন বলেই এরকম কথা বলছেন।” রুদ্রনীল ঘোষ আরো বললেন,”যারা এতদিন লোকনাথ বাবার সোনার লকেট পরতেন তাদের গলায় সোনার মোটা চেন। এটার নাম কি উন্নয়ন?” যদিও বিজেপির হয়ে ভোট লড়ছেন কিনা সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি রুদ্রনীল। তিনি বললেন, সবার আগে কাজ করতে হবে বাকিটা দল বলবে।
তবে শুধুমাত্র তৃণমূল পন্থী নন, রবিবার যাদবপুরের অনুষ্ঠানে এসে রুদ্রনীলের দলবদল নিয়ে অনীক দত্ত (Anik Dutta), বাদশা মৈত্র (Badsha Moitra) এবং দেবদূত ঘোষ (Debdutt Ghosh)এর মত বামপন্থী শিল্পীরা মুখ খোলেন। তাকে সরাসরি কটাক্ষ করেছেন অভিনেতা ঋদ্ধি সেন। পাশাপাশি দীর্ঘদিনের বন্ধু সম্পর্কে প্রশ্ন তুলে দেবদূত জানান, মানুষের জন্য ঠিক কোন ধরনের কাজ রুদ্রনীল করেছেন তা তার জানা নেই। পাশাপাশি রুদ্রনীল বিরোধী শিবির তাকে ভুঁইফোড় বলে কটাক্ষ করেছে।