ক্রিকেটের ভগবান বলা হয় শচিন তেন্ডুলকরকে। উনার ভক্তের সংখ্যা এত বেশি যে উনার সম্বন্ধিত কোন ছোট্ট বিষয়ও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। সম্প্রতি সেই রকমই একটি ঘটনা ঘটলো। একটি ঘটনাকে কেন্দ্র করে শচীনের একমাত্র কন্যা সারা তেন্ডুলকরকে সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেল এবং সেখানেই শুভমন গিলের প্রতি সারার প্রেমকাহিনী নিয়ে গুঞ্জন শুরু হলো।
ব্যাপারটা হলো কেকেআর তারকা শুভমন গিল রঙ্গে রোভারের সাথে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন। শচীন কন্যা সারা সেখানে শুভেচ্ছা জানাই। তারপর হার্দিক পান্ডিয়া ব্যাপারটি নিয়ে মজা করা শুরু করতেই বিষয়টি ভাইরাল হয়ে যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : শেষ টেস্টেও হার ভারতের, ২-০ তে সিরিজ জিতল কিইউরা
এবার বেশ কয়েকজন বলতে শুরু করেন যে এদের দুজনের মধ্যে কোন একটা ব্যাপার চলছে। আবার কিছুজন বলেন এরা বেশ কিছুদিন ধরেই হয়তো সম্পর্কের মধ্যে আছেন। যদিও গিল ও সারার সম্পর্কের ব্যাপারটি কতদূর সত্যি তা জানা যায়নি।