আইপিএলের পঞ্চদশ তম আসর শুরু হওয়ার দু’দিন পূর্বে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। বর্তমানে তিনি চেন্নাই শিবিরের উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নিজের দায়িত্ব পালন করছেন। গতকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচে কলকাতা নাইটের মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। আর সেখানেই নিজের জাত চেনালেন মহেন্দ্র সিং ধোনি। ৪০ ঊর্ধ্ব মহেন্দ্র সিং ধোনি দলের জন্য একাই করলেন লড়াই। যা দেখে তার নিন্দুকেরাও পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয়েছে।
গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩৮ বলে ৫০ রানের ইনিংস খেলেন মহেন্দ্র সিং ধোনি। যখন চেন্নাই সুপার কিংস ১০.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান সংগ্রহ করেছিল, ঠিক তখনই দলের পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আউট না হয়ে নিজের প্রতি আস্থা দেখিয়ে ধোনি ৩৮ বলে সাতটি চার ও এক ছক্কায় ৫০ রানের এমন ইনিংস খেলেন যে, শচীন টেন্ডুলকারসহ ক্রিকেট কিংবদন্তিরা সাধুবাদ জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিকে। এই প্রবীণরা সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিক্রিয়া জানাতে সময় নেননি মোটেও।
শচীন টেন্ডুলকার মহেন্দ্র সিং ধোনির এই বিধ্বংসী ইনিংসের প্রশংসা করতে গিয়ে এক টুইট বার্তায় লেখেন, “@msdhoni ভাল খেলা করেছেন।
তিনি ধীরে ধীরে শুরু করেছিলেন কিন্তু @ChennaiIPL কে তারা যেখানে আছে সেখানে নিয়ে যাওয়ার জন্য তার অভিজ্ঞতা এবং সংযম, আগ্রাসন এবং সাধারণ জ্ঞানের সংমিশ্রণ ব্যবহার করেছিলেন। এই পিচে টোটাল রক্ষা করতে তাদের বোলারদের খুব ভালো বল করতে হবে।”এদিকে মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করতে গিয়ে ইরফান পাঠান লেখেন,”ধোনির ইনিংসটি ছিল দুর্দান্ত। বছরের পর বছর না খেলে এভাবে ইনিংস তৈরি করা সহজ নয়!”